ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুরে বিদ্যুতস্পৃষ্টে এক পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৫, ৪ মে ২০১৯

 রংপুরে বিদ্যুতস্পৃষ্টে  এক পরিবারের  তিনজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩ মে ॥ চুরি ঠেকাতে বাড়ির মালিকের পেতে রাখা বৈদ্যুতিক তারের ফাঁদে বিদ্যুতস্পৃষ্টে শিশুসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১টায় রংপুর মহানগরীর চারতলা মোড় বনানীপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক সৈয়দ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহতদের সবাই নারী। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, নগরীর বনানীপাড়ায় সৈয়দ আলীর দোতলা বাড়িতে ভাড়া থাকতেন চাকরিজীবী রুবেল ইসলামের পরিবার। ওই বাড়িতে বেশ কয়েকবার চুরি হওয়ায় বাড়ির মালিক সৈয়দ আলী বাড়ির ছাদে জিআই তারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন। সেখানে শুক্রবার দুপুরে ভাড়াটিয়ার স্ত্রী তানিয়া আকতার (২৫) তার শিশুকন্যা তাজনিয়াকে (৭) নিয়ে কাপড় শুকানোর জন্য ছাদের উপরে গিয়ে ফাঁদ পাতানো জিআই তারে বিদ্যুতস্পৃষ্ট হন। এ সময় তাদের চিৎকারে তানিয়ার মা বৃদ্ধা তাজমহল (৬০) ছুটে গিয়ে তাদের বাঁচাতে গেলে তিনিও সেখানে বিদ্যুতস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তিন জনেরই মৃত্যু ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী বাড়ির মালিক সৈয়দ আলীকে বাড়িতে আটকে রেখে পুরো বাড়ি ঘিরে রাখে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে এবং সৈয়দ আলীকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত বাড়ির মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। রংপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ৯নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি বলেন, ‘চোর ধরতে এভাবে মানুষ মারার ফাঁদ পেতে রাখা অন্যায়। আজ চুরি ঠেকানোর জন্য বাড়ির মালিকের তৈরি করা ফাঁদে ভাড়াটিয়াদের জীবন দিতে হলো। এটি দুঃখজনক ঘটনা। আমি চাই সুষ্ঠু তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হোক।’ মাগুরায় যুবক নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার পুটিয়া গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পলাশ সরকার (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের পংকজ সরকারের ছেলে। নিজত পলাশ বাড়ির বৈদ্যুতিক পানির মোটর মেরামত করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয় এবং তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টেকনাফে রোহিঙ্গা স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, টেকনাফে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জিয়াবুল হক নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বাহারছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত জিয়াবুল হক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হামিদের পুত্র। পুলিশ জানায়, বাহারছড়া শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের আট নম্বর ব্লকের একটি মার্কেটের ছাদে কাজ করছিল জিয়াবুল। এ সময় ছাদের ওপর থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×