ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ প্রকাশের পর

পার্বতীপুরের সাব রেজিস্ট্রার এখন নিয়মিত অফিস করছেন

প্রকাশিত: ০৯:১৮, ৩ মে ২০১৯

 পার্বতীপুরের সাব রেজিস্ট্রার এখন নিয়মিত অফিস করছেন

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ২ মে ॥ ২১ এপ্রিল দৈনিক জনকণ্ঠে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর পার্বতীপুরের সাবরেজিস্ট্রার নিয়মিত অফিস করছেন। ওই তারিখের (২১ এপ্রিল) প্রকাশিত রিপোর্টের একাংশে ছিল, জনবল সঙ্কটের কারণে নির্বাহী আদেশে পার্বতীপুরের সাবরেজিস্ট্রারকে পাশর্^বর্তী ফুলবাড়ী উপজেলার সাবরেজিস্ট্রি অফিসে বুধ ও বৃহস্পতিবার দুই দিন অফিস করতে হয়। তবে পার্বতীপুরে তার (সাবরেজিস্ট্রার) স্থায়ী নিয়োগ হলেও তিনি এখানে সোম ও মঙ্গলবার দুই দিন অফিস করেন। রবিবার কর্মস্থলে অনুপস্থিত থেকে দেশের বাড়ি বরিশালে অবস্থান করেন। এখানে (পার্বতীপুর) বদলি হয়ে আসার পর থেকে তিনি এভাবেই চালিয়ে আসছেন। অবশ্য যোগাযোগ করলে দিনাজপুরের জেলা রেজিস্ট্রার বিষয়টি দেখবেন বলে জানিয়েছিলেন। কথা উঠেছে, পার্বতীপুরে এই সাবরেজিস্ট্রার ২ বছর ধরে কর্মরত আছেন। এই সময় ধরে অনুপস্থিতির হিসেব করলে তিনি ৯৬ দিন তার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। প্রতিদিন গড়ে ১শ’ দলিল রেজিস্ট্রি হিসেবে ৯৬ দিনে ৯ হাজার ৬শ’ দলিল রেজিস্ট্রিতে যে পরিমাণ সরকারী রাজস্বের ক্ষতি হয়েছে তার দায় কে নেবে এমন প্রশ্নের জবাবে জেলা রেজিস্ট্রার মোহছেন আলী বৃহস্পতিবার দুপুরে জানান, এ দায় অবশ্য তাকেই (সাবরেজিস্ট্রার) নিতে হবে ।
×