ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঘের দখল নিয়ে সংঘর্ষ ॥ নিহত এক

প্রকাশিত: ০৯:১৫, ৩ মে ২০১৯

 ঘের দখল নিয়ে  সংঘর্ষ ॥  নিহত এক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোনায়েম হোসেন গাইন (৪৫) নামে একজন নিহত হয়েছে। বুধবার সকালে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর বিলে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো শোভনালী ইউপি চেয়ারম্যান মোনায়েম সানা তার ভাই আরশাদ সানা ও বাটরা গ্রামের আশু সরদারের ছেলে লিটন সরদার বাবু নিহত মোনায়েম হোসেন গাইন কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের মৃত শাহাজুদ্দীন গাইনের ছেলে। নিহতের ভাই ইউপি সদস্য গোলাম কাইয়ুম গাইন জানান, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর বিলে প্রায় ২২ বিঘা জমির একটি মৎস্য ঘের নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানা ও ইউপি সদস্য নজরুল ইসলাম গাইনের মধ্যে দীর্ঘ ২০ বছর ধরে বিরোধ চলছে। এরই জের ধরে মঙ্গলবার রাতে ইউপি সদস্য নজরুল ইসলাম গাইনের দখলে থাকা মৎস্য ঘেরটি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানার সন্ত্রাসী বাহিনী লিটন সানা, হবি মোল্যাসহ ৪০ থেকে ৪৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘেরটি দখলে নেয়।
×