ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নারী উদ্যোক্তাদের সহজে ঋণ পেতে সহযোগিতা করা হবে ॥ আতিক

প্রকাশিত: ১৩:০২, ৩০ এপ্রিল ২০১৯

নারী উদ্যোক্তাদের সহজে ঋণ পেতে সহযোগিতা করা হবে ॥ আতিক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ব্যবসা পরিচালনাকারী নারী উদ্যোক্তাদের সমাজে প্রতিষ্ঠিত হতে সহজে ঋণ পেতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে, একইসঙ্গে অনলাইনে ব্যবসা পরিচালনাকারী নারী উদ্যোক্তাদের সাইবার সিকিউরিটি প্রদানে ডিএনসিসি বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। অপরদিকে ডিএনসিসি সীমনায় বসবাসকারী নারীদের নিয়ে নারী উদ্যোক্তা তৈরি করতে ও নারীদের পরিবারে স্বাবলম্বী করে গড়ে তুলতে নারী উদ্যোক্তা সম্মেলন করার ঘোষণা দেন মেয়র। সোমবার রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনের কেআইবি কনভেনশন হলে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। দেশে প্রথমবারের মতো গ্রোভি হেয়ার বিউটি এ্যান্ড স্পায়ের উদ্যোগে ও রোকেয়া সুলতানা টিকলির পরিচালনায়। অনুষ্ঠিত কর্মশালায় অডিও কনফারেন্সের মাধ্যমে মেয়র এসব কথা বলেন। দেশ-বিদেশের শতাধিক নারী উদ্যোক্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। মশিউর রহমান খানের সভাপতি ত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ কর্মশালায় ভারতের বিখ্যাত কসমেটলজিস্ট ও সেলিব্রেটি হেয়ার স্টাইলিস্ট এক্স ল’ রিয়েল এক্সপার্ট ড. রাজ চৌধুরী প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ব্রিটেন, ভারত, নেপাল ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হেয়ার স্টাইলিস্টগণ প্রশিক্ষণ প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমরা চাই ডিএনসিসি এলাকায় ও রাজধানীতে বসবাসকারী নারীদের নিয়ে দ্রুত একটি নারী উদ্যোক্তা সম্মেলন করতে। মেয়র অনুষ্ঠানে আগত নারীদের সহজে ট্রেড লাইসেন্স প্রদান করতে সর্বোচ্চ সহায়তারও আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে সনদ বিতরণ করা হয়।
×