ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিএফএ বর্ষসেরা লিভারপুলের ভার্জিল

প্রকাশিত: ১২:২০, ৩০ এপ্রিল ২০১৯

পিএফএ বর্ষসেরা লিভারপুলের ভার্জিল

জিএম মোস্তফা ॥ ইংল্যান্ডের পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন লিভারপুলের সেন্টার-ব্যাক ভার্জিল ভ্যান ডিক। রাহিম স্টার্লিং-বার্নার্ডো সিলভা কিংবা সার্জিও এ্যাগুয়েরোদের হারিয়ে প্রায় দেড় দশকের মধ্যে প্রথম ডিফেন্ডার হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি গড়লেন হল্যান্ডের এই তারকা ফুটবলার। গত বছর পিএফএ বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। এবার সালাহ না থাকলেও ট্রফিটাকে লিভারপুলেই নিয়ে গেলেন ভার্জিল ভ্যান ডিক। তবে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার রাহিম স্টার্লিংও এই তালিকায় বেশ খানিকটা এগিয়ে ছিলেন এবার। সতীর্থ পেশাদার ফুটবলারদের ভোটে প্রতিবছর মৌসুম শেষ হওয়ার আগে সেরা খেলোয়াড়কে বেছে নেয়া হয়। তবে ২৪ বছর বয়সী স্টার্লিংকে পেশাদার ফুটবলার্স এ্যাসোসিয়েশনের বর্ষসেরা তরুণ খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করা হয়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে ক্লাব রেকর্ড ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার হিসেবে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন ভ্যান ডিক। আর অলরেডদের জার্সিতে যোগ দেয়ার পর থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। শুধু তাই নয়, লিভারপুলের বদলে যাওয়া রক্ষণভাগে অনবদ্য ভূমিকা রাখছেন ডিক। তার নেতৃত্বে লিভারপুল এবারের মৌসুমে ২০ ম্যাচে কোন গোল হজম করেনি। এবার তার পারফর্মেন্সের পুরস্কার পেলেন তিনি। তার আগে সর্বশেষ কোন ডিফেন্ডার হিসেবে পিএফএ বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন জন টেরি। ১৪ বছর আগে চেলসির জার্সিতে এই পুরস্কার জিতেছিলেন জন টেরি। তারপর এবার ভার্জিল ভ্যান ডিক। স্বাভাবিকভাবেই দারুণ রোমাঞ্চিত লিভারপুলের এই ডাচ ডিফেন্ডার। পুরস্কার জয়ের পর ভ্যান ডিক বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। একজন খেলোয়াড় হিসেবে অন্য খেলোয়াড়দের থেকে সর্বোচ্চ ভোট পেয়ে সেরা হওয়ার বিষয়টি বিশেষ কিছু।
×