ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘অন্ধকার সময়ে এখনো পথ দেখায় হুমায়ুন আজাদ’

প্রকাশিত: ১১:১৩, ৩০ এপ্রিল ২০১৯

‘অন্ধকার সময়ে এখনো পথ দেখায় হুমায়ুন আজাদ’

স্টাফ রিপোর্টার ॥ সাহিত্য সৃজনে তার পথরেখা অনুসরণ করেনি জনপ্রিয়তার স্র্রোতধারা। বাস্তবতা আর যুক্তির আলোকে এগিয়েছে তার লেখনী। হুমায়ুন আজাদ ছিলেন এমনই এক প্রথাবিরোধী ও বহুমাত্রিক মননশীল লেখক। জাতির অন্ধকার সময়ে এখনও তার লেখনী পথ দেখায়, প্রাণিত করে। সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বহুমাত্রিক হুমায়ুন আজাদ ও তাঁর কবিতা শীর্ষক’ সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবিকন্যা মৌলি আজাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খান। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদ। সৌমিত্র শেখর বলেন, হুমায়ুন আজাদ ছিলেন একজন প্রথাবিরোধী ও বহুমাত্রিক মননশীল লেখক। তার প্রথম লেখা ছাপা হয়েছিল দৈনিক ইত্তেফাকের শিশুপাতা কচিকাঁচার আসরে। ১৯৯২ সালে নারীবাদী গবেষণামূলক গ্রন্থ নারী প্রকাশ করে গোটা দেশে সাড়া ফেলেন। জীবনের শেষার্ধে ধর্মনিরপেক্ষতা, সামরিক শাসনের বিরোধিতা, নারীবাদী বক্তব্য ও লেখনির জন্য তিনি ব্যাপক পাঠকগোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন।
×