ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা চলতে বাধা নেই

প্রকাশিত: ১০:৫৬, ৩০ এপ্রিল ২০১৯

মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা চলতে বাধা নেই

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সম্পদের তথ্য গোপন মামলার কার্যক্রম স্থগিত করেননি আপীল বিভাগের চেম্বার আদালত। এর ফলে মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। এদিকে মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসের জামিনের বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে। সোমবার আপীল ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। অন্যদিকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা অনুসারে কমিটি গঠন করা হয়েছে কিনা তা জানানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বরগুনার তালতলী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে স্কুলছাত্রী নিহতের ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে করা রিটের ওপর শুনানি হাইকোর্টের কার্যতালিকায় এসেছে। রিটকারী আইনজীবী এ তথ্য জানিয়েছে।
×