ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ভবানন্দ মহলদার পরলোকে

প্রকাশিত: ১০:১৫, ২৯ এপ্রিল ২০১৯

বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ভবানন্দ মহলদার পরলোকে

বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ভবানন্দ মহলদার গত শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন। ঢাকায় তিনি প্রথমে প্রফেসর আবদুল্লাহ ও পরে ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীলের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। ভারতে তিনি লিভার ফাউন্ডেশনে ডাঃ অভিজিৎ চৌধুরীর অধীনে চিকিৎসা নেন। ১৯৩৪ সালে বাগেরহাটের বুড়ির ডাঙ্গা গ্রামের সম্ভ্রান্ত মহলদার পরিবারে তার জন্ম। বাগেরহাটে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। শিক্ষকতাকে পেশা হিসেবে নেয়ার জন্য তিনি সরকারী প্রশাসনে চাকরি গ্রহণ করেননি। শিক্ষকতার পাশাপাশি শিক্ষাবিস্তারে তিনি তিনটি স্কুলও প্রতিষ্ঠা করেন। নিভৃতচারী মানুষটি সারাজীবনই বিভিন্ন বিষয়ে পড়াশুনা ও শিক্ষাবিস্তারেই অধিকাংশ সময় কাটিয়েছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে খুলনা-১ আসনে আওয়ামী লীগের সংগঠনকে শক্তিশালী করার জন্য নিভৃতচারী এ মানুষটি সেদিন কঠোর পরিশ্রম করেন। যে ক’জনের পরিশ্রমে সেদিন খুলনা-১ আসনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল তিনি তাদের একজন। মৃত্যুকালে তিনি এক কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। ব্যক্তি জীবনে তিনি লেখক-সাংবাদিক স্বদেশ রায়ের শ্বশুর। তাঁর কন্যা চিত্রা রায় সুপ্রীমকোর্টের একজন আইনজীবী। -বিজ্ঞপ্তি
×