ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে ফিরলেন সাকিব

প্রকাশিত: ০৯:২৫, ২৯ এপ্রিল ২০১৯

 দেশে ফিরলেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগপর্ব (আইপিএল) চুকিয়ে রবিবার দেশে ফিরেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। বিকেলে দেশে ফিরেন সাকিব। আজ হয়তো আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ উপলক্ষে চলমান প্রস্তুতি ক্যাম্পে যোগও দিতে পারেন। সাকিব প্রস্তুতিতে যোগ দিলে পুরো দল এক সঙ্গে অনুশীলন করবে। অনুশীলন শুরুর পর থেকেই পুরো দলকে এক সঙ্গে পাননি প্রধান কোচ স্টিভ রোডস। শুরুতে জাতীয় দলের কয়েকজনকে নিয়েই অনুশীলন করতে হয়েছে। ২২ এপ্রিল অনুশীলন শুরুর দিন বিশ্বকাপের ১৫ সদস্যের পাঁচজনকে শুধু মিলেছে। ১০ জনই ছিলেন না। চার সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম ও রুবেল হোসেন ছিলেন। সঙ্গে ছিলেন মুস্তাফিজুর রহমান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ম্যাচ থাকায় বাকিরা অনুশীলন করেননি। নিজ নিজ দলের সঙ্গেই থেকেছেন। আর সাকিব আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের সঙ্গে থাকায় অনুশীলনে যোগ দিতে পারেননি। ঢাকা লীগ শেষ হওয়ার পরও ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। এখন দলের সঙ্গে অনুশীলন করছেন বাকিরা। শুধু নেই সাকিব। তিনি আজ যোগ দিতে পারেন। জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে আইপিএলকে গুডবাই জানিয়ে দেশে ফিরেছেন সাকিব। ভারতের জয়পুর থেকে কলকাতা হয়ে রবিবার বিকাল ৫টায় ঢাকা পৌঁছান টাইগার অলরাউন্ডার। আইপিএল এবার ভাল যায়নি সাকিবের। প্রথম ম্যাচ খেলার পর টানা আট ম্যাচ থাকতে হয় একাদশের বাইরে। ফিরে টানা দুটি ম্যাচ খেলার সুযোগ পান। কিন্তু উজ্জ্বলতা ছড়াতে পারেননি। তিন ম্যাচ খেলে সাকিব মাত্র দুটি উইকেট শিকার করতে পেরেছেন। শনিবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হায়দরাবাদের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন। ব্যাটিং করার সুযোগ পেয়ে ১০ বল খেলে করেন মাত্র ৯ রান। আইপিএল নিয়ে অবশ্য এখন আর চিন্তা করার সুযোগ নেই। বুধবারই আয়ারল্যান্ডগামী বিমানে চড়তে হবে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক দল এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইনালে উঠতে পারলে ম্যাচ বাড়বে আরও একটি। ত্রিদেশীয় সিরিজ শেষে আয়ারল্যান্ড থেকেই বিশ্বকাপ মিশনে ইংল্যান্ডে যাবে মাশরাফির দল। এরপর শুরু হবে বিশ্বকাপের আসল মিশন। বিশ্বকাপে বাংলাদেশ দলের কান্ডারি সাকিব। তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট-বল দুইদিকেই পারদর্শী। তার ওপর দল নির্ভরশীলও। আইপিএলে এবার যে বেহাল দশা হয়েছে সেই ছোঁয়া এখন জাতীয় দলের জার্সিতে না মিললেই হলো। জাতীয় দলে যে নৈপুণ্যের রূপে থাকেন সাকিব, সেইরূপে পাওয়া গেলেই হলো।
×