ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিম্পাঞ্জির ভিডিও দেখা

প্রকাশিত: ১১:১০, ২৮ এপ্রিল ২০১৯

শিম্পাঞ্জির ভিডিও দেখা

আচার ব্যবহারে মানুষের সঙ্গে শিম্পাঞ্জির মিল রয়েছে প্রচুর। বিভিন্ন চিড়িয়াখানায় সেল্ফির জন্য পোজ দিচ্ছে শিম্পাঞ্জি, এমন দৃশ্য প্রায়শই দেখা যায়। কিন্তু শিম্পাঞ্জি মোবাইল ফোনে ফটো-ভিডিও শেয়ারিং এ্যাপ নিয়ে স্বাচ্ছন্দ্যে নাড়াঘাটা করছে, এ কথা এতদিন ছিল আমাদের কল্পনার অতীত। তাই তো শিম্পাঞ্জির মোবাইল নিয়ে নাড়াঘাটার ভিডিও নেট দুনিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে। প্রাণী সংরক্ষণবিদ মাইক হস্টন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সম্প্রতি শিম্পাঞ্জির মোবাইল নিয়ে ঘাটাঘাটির ভিডিও প্রথম আপলোড করেছিলেন। তার পর ক্রমেই সেই ভিডিও ছড়িয়ে পড়তে থাকে সোস্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। এখনও পর্যন্ত প্রায় ৬০ লাখেরও বেশি মানুষ দেখেছে এই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, মোবাইলে ছবি ও ভিডিও শেয়ারিং এ্যাপ খুলে ভিডিও দেখছে শিম্পাঞ্জিটি। ভিডিও দেখতে দেখতে যখন আর ভাল লাগল না, তখন ব্যাক করে ফিরে এলো গ্যালারিতে। তারপর ফের পছন্দের ভিডিওর ওপর ক্লিক করে আবার দেখতে শুরু করল। তবে অবাক করা বিষয় হলো মোবাইল অপারেট করতে কোন অসুবিধা হচ্ছে না শিম্পাঞ্জির। বরং বেশ স্বচ্ছন্দভাবেই গোটা বিষয়টি পরিচালনা করছে সে। তবে এই ভিডিও দেখে কেউ কেউ বলেছেন, এটি হয়ত পোষা শিম্পাঞ্জি। তাই সে মোবাইলের ব্যবহার শিখেছে। -আনন্দবাজার পত্রিকা
×