ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘জনআকাক্সক্ষার বাংলাদেশ’ গঠন জামায়াতের সংস্কারপন্থীদের

প্রকাশিত: ১০:৫৪, ২৮ এপ্রিল ২০১৯

‘জনআকাক্সক্ষার বাংলাদেশ’ গঠন জামায়াতের সংস্কারপন্থীদের

স্টাফ রিপোর্টার ॥ সংস্কার ও একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার ইস্যুতে ব্যাপক সাংগঠনিক বিরোধের মধ্যেই ‘জনআকাক্সক্ষার বাংলাদেশ’ স্লোগানে আলাদা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন জামায়াতের সংস্কারপন্থীরা। সংস্কারের দাবি তুলে বহিষ্কৃত হওয়া জামায়াত নেতা ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের আকাক্সক্ষাকে ধারণ করে নতুন এ রাজনৈতিক মঞ্চের ঘোষণা এসেছে। শনিবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগের নেতৃবৃন্দ বলেছেন, ‘আমরা নতুন রাজনৈতিক দল গঠন করব। পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে নতুন দল নিয়ে আমরা সক্রিয় হবো। রাজধানীর হোটেল ৭১ এ সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতে ইসলামীসহ কোন রাজনৈতিক দলের সঙ্গে কোন সম্পর্ক নেই জানিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগের আত্মপ্রকাশের কথা জানান জামায়াত ও শিবিরের মজিবুর রহমান মঞ্জু। সংবাদ সম্মেলনের মঞ্চে যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের পক্ষের আইনজীবী তাজুল ইসলাম ছাড়াও ছিলেন মেজর (অব) আবদুল ওহাব মিনার, অধ্যাপক আবদুল হক, গোলাম ফারুক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা নূর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামাল উদ্দিন, মাওলানা আবদুল কাদের, নাজমুল হুদা অপু, মোঃ সালাউদ্দিন, ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূইয়া, নুরুল ইসলাম ভূইয়া ছোটন, গৌতম দাশ, রুবী আমাতুল্লাহ, সুকৃতি কুমার ম-ল প্রমুখ। মঞ্চে না থাকলেও অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতিমন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদ, বিএনপি ঘরানা বুদ্ধিজীবী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র অধ্যাপক দিলারা চৌধুরী। তবে মঞ্জুর উদ্যোগের সঙ্গে শামিল হওয়ার কথা জানিয়ে আইনজীবী তাজুল ইসলাম দাবি করেছেন, তিনি আগে জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন না। পেশাগত কারণে তিনি জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন। নতুন উদ্যোগের সঙ্গে থাকা নেতৃবৃন্দসহ জামায়াত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াতে যারা সংস্কার চান, যারা মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার পক্ষে এবং একাত্তরে জামায়াতের ভূমিকার দায় যারা নিতে চান না তারাই এ রাজনৈতিক উদ্যোগের সঙ্গে আছেন। জামায়াত থেকে বহিষ্কার হওয়ার আগে থেকেই নতুন প্রজন্মের নেতাকর্মীদের নিয়ে কাজ করছেন মজিবুর রহমান মঞ্জু। দীর্ঘদিন এ নিয়ে কাজ করলেও এখনই তারা নতুন রাজনৈতিক দলটির নাম ঘোষণা দিচ্ছেন না। তবে ‘জনআকাক্সক্ষার বাংলাদেশ’ নামে গঠিত সমন্বয় কমিটির মাধ্যমেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। এ কমিটির প্রধান হচ্ছেন জামায়াতের সাবেক কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু। এছাড়া বন্ধ হয়ে যাওয়া দিগন্ত টেলিভিশনেরও পরিচালক ছিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধে জামায়াতের বিতর্কিত ভূমিকার কারণে দীর্ঘদিন ধরে অনেকেই জামায়াতে সংস্কার চাচ্ছেন। সংস্কারের পক্ষে কথা বলে বহিষ্কারও হয়েছেন কেউ কেউ। কেউ কেউ আবার স্বেচ্ছায় দলত্যাগ করেছেন। সংস্কার চাওয়া এসব ব্যক্তি ও এ মতাদর্শের বিভিন্ন পেশাজীবীকে নিয়েই নতুন দল গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে।
×