ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির প্রতিবাদ করায় ছাত্রীর মাকে পিটিয়ে আহত

প্রকাশিত: ০৯:০১, ২৮ এপ্রিল ২০১৯

যৌন হয়রানির প্রতিবাদ করায় ছাত্রীর মাকে পিটিয়ে আহত

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৭ এপ্রিল ॥ মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে চিহ্নিত বখাটেরা ক্রমাগত উত্ত্যক্ত ও এসিড মারার হুমকির প্রতিবাদ করায় ওই ছাত্রীর মাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বখাটেরা। আহত মাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনায় ছাত্রীর মা রিজিয়া বেগম বাদী হয়ে বখাটেদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন। এদিকে শনিবার সকালেও রসুল, ফয়সাল ও হাসানুর ওই ছাত্রীর বাড়ির পাশে গিয়ে তাকে অপহরণের হুমকি দিয়েছে। ফলে ওই ছাত্রী ও তার মা নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে। প্রভাবশালী বখাটেদের বিরুদ্ধে মামলা করতেও সাহস পাচ্ছেন না হতদরিদ্র পরিবারটি। জানা যায়, উপজেলার মঙ্গলকোট গ্রামের জেলে পাড়ার মিজানুর রহমান গোলদারের স্ত্রী রিজিয়া বেগমের একমাত্র মেয়ে মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে লেখাপড়া করে। স্কুলে যাতায়াতের পথে তাকে প্রায় ৬ মাস ধরে একই গ্রামের হাসানুর মলোঙ্গীরের ছেলে ফয়সাল (১৬) ও গোলামের ছেলে রসুল (১৯) নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। রসুল ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটেরা ওই ছাত্রীর মুখে এসিড মারাসহ বিভিন্ন হুমকি দেয় প্রায় ২০ দিন আগে। ভয়ে ওই ছাত্রী হুমকির পর থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। গত বুধবার রাত ১২টার পর হাসানূর, রসুল, ফয়সাল ও শাহিনূরসহ ৬-৭ জন ওই ছাত্রীর বাড়ি হামলা করে তাকে অপহরণ করার চেষ্টা করে। এলাকাবাসী ছুটে আসায় বখাটেররা পালিয়ে যায়। পরের দিন বৃহস্পতিবার সকালে ছাত্রীর মা রিজিয়া বেগম মঙ্গলকোট বাজারে যাবার সময় বখাটেরা হালিমের বাড়ির কাছে পথরোধ করলে রিজিয়া বেগম উত্ত্যক্তের প্রতিবাদ করেন। এরপর বখাটেরা রিজিয়া বেগমকে মারপিট করে। তারা রিজিয়ার মুখ, নাক ও মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। এলাকাবাসী আহত রিজিয়া বেগমকে উদ্ধার করে কেশবপুর উপজেলা হাসপাতালে ভর্র্তি করে। এ ঘটনায় রিজিয়া বেগম কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
×