ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্যাংক থেকে গ্রাহকের কোটি টাকা আত্মসাত, প্রতারক চক্রের প্রধান তিন বছর পর গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৭, ২৭ এপ্রিল ২০১৯

 ব্যাংক থেকে গ্রাহকের কোটি টাকা আত্মসাত, প্রতারক চক্রের প্রধান তিন বছর পর গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংক থেকে গ্রাহকের কোটি টাকা নিয়ে আত্মগোপনে চলে যাওয়া সেই প্রতারক চক্রের প্রধানকে তিন বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। আসামিকে দুই দিনের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই। গত ২৪ এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে শেরেবাংলা নগর থানাধীন তালতলা এলাকা থেকে প্রতারক চক্রের প্রধান এহছানুল হক ওরফে শিমুকে (৪৭) গ্রেফতার করে পিবিআই ঢাকা মেট্রোর উত্তরের একটি দল। পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের বিশেষ পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ জনকণ্ঠকে জানান, শাহনাজ শম্মী (৪৬) নামের একজন ঢাকার একটি জায়গা বিক্রি এক করে কোটি টাকা ন্যাশনাল ব্যাংকের রোকেয়া সরণি শাখার দুইটি হিসেব নম্বরে রাখেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সহায়তা করেন প্রতারক শিমু। পরবর্তীতে টাকাগুলো অধিক লাভের আশায় ন্যাশনাল ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় স্থানান্তর করার জন্য প্রলুব্ধ করেছিল শিমু। রোকেয়া সরণি শাখা থেকে টাকা স্থানান্তর করতে সামান্য কিছু টাকার প্রয়োজন বলে শিমু জানায়। প্রয়োজনীয় টাকা চেকের মাধ্যমে দিতে বলে। শাহনাজ শম্মী চেকে স্বাক্ষর করে দেন। পরে শিমু ব্যাংক কর্মচারী কর্মকর্তা এবং অন্যান্য কতিপয় ব্যক্তির যোগসাজশে শম্মীর স্বাক্ষর ও লেখা জাল করে এক কোটি দেড় লাখ টাকা তুলে নেয়। পরবর্তীতে শম্মী তার ছেলেকে অস্ট্রেলিয়া পাঠানোর জন্য ব্যাংক সলভেন্সির সার্টিফিকেট চাইলে তা ব্যাংক সরবরাহ করে। অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ সার্টিফিকেট যাচাই করে তা জাল বলে নিশ্চিত হয়। এমন অপরাধে শম্মীর ছেলের অস্ট্রেলিয়া যাওয়া তিন বছরের জন্য স্থগিত করে দেয়। প্রথমে দুদক, এরপর সিআইডি মামলাটির তদন্ত করে চার্জশীট দাখিল করে।
×