ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাঙ্গুনিয়ায় শ্রমিক শেডে গাড়ি ॥ নিহত চার

প্রকাশিত: ০৯:১৫, ২৬ এপ্রিল ২০১৯

রাঙ্গুনিয়ায় শ্রমিক শেডে গাড়ি ॥ নিহত চার

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ২৫ এপ্রিল ॥ রাঙ্গুনিয়ায় গভীর রাতে চাঁদের গাড়ি (জীপ) চাপায় নিহত হয়েছে চার ইটভাঁটির শ্রমিক। আহত হয়েছেন ৩ জন। নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার রাত ৩টার দিকে রাঙ্গুনিয়া ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে হাসান আলীর মালিকানাধীন ইটভাঁটি এস.আর.বিতে ঘুমন্ত ৭ শ্রমিকের ওপর লাকড়ি বোঝায় জীপ নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত এই ৭ শ্রমিকের টিনশেড ঘরে ঢুকে পড়ে। ঘটনাস্থলে ৪ শ্রমিক মোঃ জাফর (৩৫), আবদুল মোনাফ (৫০), মোঃ নাজিম (২৪), মোঃ রিয়াজ (১৮) মারা যায়। মারাত্মক আহত রসু মিয়া (৪০), ছোট নাজিম (১৮), নোমান ছিদ্দিককে (২৫) উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের প্রত্যেকের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়ায়। কর্ণফুলীতে যাত্রী নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, অটোরিক্সা উল্টে চট্টগ্রামের কর্ণফুলীতে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুল হালিম রাজু (৩৫)। তিনি আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ার পাড়ার অলি আহমদের ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে পিএবি সড়কের চুনা ফ্যাক্টরির সামনে একটি বাস অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে উল্টে গিয়ে হালিম নামের একব্যক্তি গুরুতর আহত হন। তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাঙ্গামাটিতে আরোহী নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি থেকে জানান, পুলিশলাইন সড়কের টেনিস কোর্ট এলাকায় পুলিশ ভ্যানের ধাক্কায় বুদ্ধ বিকাশ চাকমা (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে ভ্যানটি সদস্যদের নিয়ে দ্রুত গতিতে ক্যাম্প থেকে বের হয়ে পুলিশ লাইন সড়কের টেনিস কোর্ট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী বুদ্ধ বিকাশ চাকমাকে চাপা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বুদ্ধ বিকাশ চাকমা রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের কর্মচারী।
×