ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তরায় বন্দুকযুদ্ধে ‘গাঁজা আলম’ নিহত

প্রকাশিত: ১২:০০, ২৫ এপ্রিল ২০১৯

উত্তরায় বন্দুকযুদ্ধে ‘গাঁজা আলম’ নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আলম ওরফে ‘গাঁজা আলম’ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টায় এ ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ কামরুজ্জামান জানান, র‌্যাব-১ এর একটি টহলদলের গুলিবিনিময়কালে একজন মাদক ব্যবসায়ী নিহত হয়। এ ঘটনায় দুইজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গাঁজা, বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এএসপি কামরুজ্জামান বলেন, আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬-১৭টি মাদক আইনে মামলা রয়েছে। সে উত্তরা-তুরাগ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। মাদক সেবন ও বিক্রির দায়ে আটক ৬৮ ॥ রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল পর্যন্ত ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে ৪৬টি মামলা হয়েছে। এ বিষয়ে এক বার্তায় ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গ্রেফতারদের কাছ থেকে ৩৯৮১ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৪৪ গ্রাম হেরোইন, ৬৭৫ গ্রাম গাঁজা, ২৫ নেশা জাতীয় ইনজেকশন, ৫ লিটার দেশী মদ ও ৪৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঢাকা মেগা সিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
×