ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডাক্তারের অবহেলায় প্রাণ গেল রোগীর

প্রকাশিত: ১১:৪৩, ২৩ এপ্রিল ২০১৯

ডাক্তারের অবহেলায় প্রাণ গেল রোগীর

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২২ এপ্রিল ॥ ডাক্তারের দায়িত্বহীনতায় পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোগীর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ডাক্তারকে অবরুদ্ধ করে রাখলে পুলিশের সহায়তায় রক্ষা পায় ডাক্তার এএফএম আতিকুর রহমান। মৃত আব্দুল ছাত্তার (৫২) পটুয়াখালী আনসার ব্যাটালিয়নে গাড়ি চালক পদে কর্মরত ছিলেন। সোমবার দুপুরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে আল আমিনসহ স্বজনদের অভিযোগ, সোমবার সকালে আব্দুল ছাত্তার বুকে ব্যথা অনুভব করলে তাকে সকাল সাড়ে ৮ টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে মেডিসিন বিভাগে পাঠান। এর কিছুক্ষণ পরে তার বুকের ব্যথা বেশি অনুভব করলে দায়িত্বরত নার্স ডাক্তার আতিকুর রহমানের মুঠো ফোনে বার বার কল দেয়। কিন্তু ডাক্তার আতিক ফোন রিসিভ করেননি। এক পর্যায় আব্দুল ছাত্তার বেলা ১১টার দিকে মারা যান। খবর পেয়ে ডাক্তার হাজির হলে রোগীর সঙ্গে থাকা স্বজনরা বিক্ষুব্ধ হয়ে উত্তেজনা সৃষ্টি করলে হাসপাতাল কর্তৃপক্ষ পটুয়াখালী সদর থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এলে ডাক্তার পুলিশের প্রহরায় হাসপাতাল ত্যাগ করেন। বাঘায় নদীতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় পদ্মা নদীতে ডুবে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মীরগঞ্জ এলাকার বিজিবি ক্যাম্প সংলগ্ন পদ্মা নদীর সাফিয়ানের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলো- মীরগঞ্জ ভানকর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শিপ্রা (১২), একই এলাকার জিল্লুর রহমানের মেয়ে জিম (১৭) এবং ঐশি (৯)। জিম এবং ঐশি বোন। এদের মধ্যে শিপ্রা মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী, জিম মীরগঞ্জ কলেজের একাদশ শ্রেণী এবং ঐশি মীরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। জানা গেছে, শিপ্রা, জিম এবং ঐশি দুপুর ১২টার দিকে পদ্মা নদীতে গোসলের জন্য যায়। এ সময় ঐশি সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যেতে থাকলে শিপ্রা ও জিম তাকে বাঁচানোর চেষ্টা করে। এক পর্যায়ে তিনজনই তলিয়ে যায়।
×