ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মেসির সমালোচনা করা অন্যায়’

প্রকাশিত: ১১:৪৩, ২১ এপ্রিল ২০১৯

‘মেসির সমালোচনা করা অন্যায়’

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্লাব ফুটবলের সেরা তারকা লিওনেল মেসি। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার জার্সিতে অসাধারণ সব কীর্তি গড়েছেন তিনি। তবে জাতীয় দলের জার্সিতে যেন ম্লান এলএম টেন। কারণটাও খুব সুস্পষ্ট। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে বড় কোন শিরোপা জিততে পারেননি মেসি। যে কারণে বিশ্বব্যাপী তার ব্যাপক সুনাম থাকলেও নিজের দেশে সমালোচিত বার্সিলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে এটাকে মেনে নিতে পারছেন না এ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে। তিনি মনে করেন, আর্জেন্টিনায় মেসির সমালোচনা করাটা অন্যায়। এ প্রসঙ্গে ডিয়েগো সিমিওনে বলেন, প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে। আমি সবার অভিমতকেই সম্মান করি। তবে মেসি বিশ্বকাপ (২০১৪) জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে তা পারেনি। এ জন্য কিছু কিছু লোক তাকে ধারাবাহিকভাবে সমালোচনা করে। কিন্তু আমি মনে করি সে অসাধারণ মাপের এক ফুটবলার। এখন পর্যন্ত কতবার ব্যালন ডি’অর জিতেছে সে? কতগুলো গোল করেছে সে? কতবার বার্সিলোনাকে সঠিক পথ দেখিয়েছে সে? মেসি ছাড়া বার্সিলোনার গল্পটা এরকম নাও হতে পারত। যে কারণে মেসির সমালোচনা করা মোটেও ঠিক নয়। বিশেষ করে বার্সিলোনায় তো অবশ্যই নয়। মেসির দেশের অনেকেই মনে করেন- বার্সিলোনার জার্সিতে পারলে কেন আর্জেন্টিনার হয়ে পারবেন না? এই উত্তরটাও দিয়েছেন ডিয়েগো সিমিওনে। তিনি বলেন, এই উত্তরটা জানা মোটেও কঠিন কিছু নয়। বরং খুব সহজ। বার্সিলোনায় অসাধারণ মাপের কিছু খেলোয়াড় রয়েছে যারা মেসিকে সমর্থন করে। অন্যদিকে আর্জেন্টিনায় এরকম খেলোয়াড় নেই যারা মেসিকে সমর্থন করতে পারে। মেসির মতো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ক্ষেত্রেও এমনটা ঘটে। এখানেও সেই একই ঘটনা। জুভেন্টাস কিংবা রিয়াল মাদ্রিদে যে রকম খেলোয়াড় রয়েছে সেরকম খেলোয়াড় পর্তুগালে নেই। ব্রাজিল বিশ্বকাপ ছাড়াও দুটি কোপা আমেরিকার শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু সব জায়গাতেই তীরে এসে তরী ডুবে তাদের। যে কারণে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার সিদ্ধান্ত নেন এলএম টেন। অনেকেই ভেবেছিলেন মেসি হয়তো আর ফিরবেন না আর্জেন্টিনায়। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেসি ঠিকই ফিরেছেন। মেসির সামনে আরেকটি শিরোপা জয়ের সম্ভাবনাও যে রয়েছে এখনও। আগামী জুনেই যে ব্রাজিলে আবার বসছে কোপা আমেরিকার আসর। এবার কী পারবেন ভক্ত-অনুরাগীদের বহুল কাক্সিক্ষত সেই শিরোপার আক্ষেপ ঘোচাতে? ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। জাতীয় দলের জার্সিতে মেসি যেমনই খেলেন না কেন? ক্লাবের জার্সিতে এবারও অপ্রতিরোধ্য এলএম টেন। তার অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে এবার স্প্যানিশ লা লিগার শিরোপা প্রায় নিশ্চিত। চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়েরও পথে রয়েছে কাতালান ক্লাবটি। তবে এই দুটির মধ্যে ইউরোপসেরার মুকুট না জিতলেও ব্যালন ডি’অর পাওয়াটা আটকাবে না লিওনেল মেসির। এরই মধ্যে বল পায়ে যতটুকু নৈপুণ্য দেখিয়েছেন তাতেই নাকি নিজের ষষ্ঠ ব্যালন ডি’অর পাওয়ার দাবি রাখেন বার্সা সুপারস্টার। ঠিক এমন মন্তব্য করেছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রিভালদো। তিনি বলেন, আমার মনে হয় মেসি চ্যাম্পিয়ন্স লীগ না জিতলেও সে এখনই ব্যালন ডি’অরের যোগ্য। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লীগের সেমিতে ওঠার লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেন মেসি। চলতি মৌসুমে লীগেও দুর্বার এলএ টেন। এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৩৩ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১২ গোল। তবে ইউনাইটেড ম্যাচের পারফর্মেন্সের কথা টেনে রিভালদো বলেন, সে গোল করে, এ্যাসিস্ট করে এবং লীগের সর্বোচ্চ গোলদাতাও হয়। আর চ্যাম্পিয়ন্স লীগে সে ব্যক্তিগতভাবে যে পারফর্ম করে, আমার মনে হয় তার যোগ্যতা বিচার করার আর প্রয়োজন হয় না। ম্যানইউ’র বিপক্ষে লিঁও চমৎকার খেলেছিল।
×