ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাইয়ুম হত্যা মামলার চার্জশীট দাখিলের প্রস্তুতি

প্রকাশিত: ১১:০৪, ২০ এপ্রিল ২০১৯

 কাইয়ুম হত্যা মামলার চার্জশীট দাখিলের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে বহুল আলোচিত কোটিপতি পিতার একমাত্র পুত্র কম্পিউটার ইঞ্জিনিয়ার কাইয়ুম হত্যা মামলার চার্জশীট দাখিলের প্রস্তুতি চলছে। ইতোমধ্যেই এ মামলার অন্যতম প্রধান আসামি আঞ্জুমান আঞ্জু গ্রেফতার হয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। মিথ্যা গোয়েন্দা প্রশিক্ষণ দেয়ার জন্য মালয়েশিয়া পাঠানোর লোভ দেখিয়ে কাইয়ুমের কাছ থেকে নয় লাখ টাকা নিয়েছিল আঞ্জু। সেই টাকা না দিতেই কাইয়ুমকে ডেকে নিয়ে হত্যার পর লাশ এসিড দিয়ে ঝলসে বিকৃত করে দেয়া হয়েছিল। চলতি বছরের ১৩ মার্চ গাজীপুর জাতীয় উদ্যানের গভীর জঙ্গল থেকে প্রায় পুরোপুরি গলিত ও বিকৃত অবস্থায় অজ্ঞাত হিসেবে কম্পিউটার প্রকৌশলী কাইয়ুমের লাশ উদ্ধার করেছিল পুলিশ। পরবর্তীতে কাইয়ুমের পিতা জালাল উদ্দিন আহাম্মেদ বাদী হয়ে আঞ্জু নামে একজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আসামি শেষ পর্যন্ত র‌্যাবের হাতে গ্রেফতার হয়। আঞ্জুর বরাত দিয়ে র‌্যাব-১ জানায়, কাইয়ুম কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের বই পড়তে পড়তে নিজেই মাসুদ রানা হওয়ার স্বপ্ন দেখতে থাকেন। কাইয়ুম টাঙ্গাইলে খালার বাড়িতে বেড়াতে গেলে সেখানে জেলাটির মির্জাপুর থানাধীন দেওহাটা গ্রামের আঞ্জুর সঙ্গে পরিচয় হয়। কাইয়ুম তার মাসুদ রানা হওয়ার স্বপ্নের কথা আঞ্জুকে জানায়। আঞ্জু কাইয়ুমকে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে চাকরি পাইয়ে দিতে ২০ লাখ টাকার চুক্তি করে। চুক্তির টাকার মধ্যে ৯ লাখ টাকা নেয় আঞ্জু। ওই টাকা নিয়ে আঞ্জু মালয়েশিয়া চলে যায়। আর কাইয়ুমকে মালয়েশিয়ায় পাঠিয়ে গোয়েন্দাগিরি ট্রেনিং দেয়ার কথা বলে। টাকাগুলো যাতে কাইয়ুমকে ফেরত না দিতে হয়, এজন্য আঞ্জু তাকে অপহরণের পর হত্যার পরিকল্পনা করে। এজন্য সে গত ৪ মার্চ দেশে আসে। জরুরী কাজের কথা বলে কাইয়ুমকে গত ৯ মার্চ ভাওয়াল জাতীয় উদ্যানে যেতে বলে। কাইয়ুমকে উদ্যানের ভেতরে নিয়ে হত্যার পর লাশে এসিড ঢেলে দেয়।
×