ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর অনুদান

প্রকাশিত: ১১:৫০, ১৯ এপ্রিল ২০১৯

প্রধানমন্ত্রীর অনুদান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট অভিনেতা আহমদ শরীফকে ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহমদ শরীফ ও তার স্ত্রীর চিকিৎসার জন্য এই অনুদান দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আহমেদ শরীফের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়। অনুদানের চেক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেতা। ৭৫ বছর বয়সী অভিনেতা আহমেদ শরীফ দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। আহমেদ শরীফের স্ত্রী মেহরুন আহমেদ শারীরিকভাবে অসুস্থ। বাংলাদেশের চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন আহমেদ শরীফ। আট শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক-টেলিফিল্ম পরিচালনা করেন। -বাসস
×