ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অবসর গুঞ্জনে ক্ষেপেছেন ইমরুল কায়েস

প্রকাশিত: ১২:২১, ১৮ এপ্রিল ২০১৯

অবসর গুঞ্জনে ক্ষেপেছেন ইমরুল কায়েস

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ দলে নেই ইমরুল কায়েস। ছিলেন না নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। অথচ কি দারুণ সময় কেটেছে নিউজিল্যান্ড সিরিজের আগে। সেই ইমরুল বিশ্বকাপ দলে না থাকায় গুঞ্জন ডালপালা মেলেছে তার অবসরের। সামাজিক যোগাযোগ মাধ্যমেই এ নিয়ে বেশি কথা হয়েছে। ইমরুল তাই অবসর গুঞ্জনে ক্ষেপেছেন। বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন। আবার সবাইকে ধন্যবাদও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি একটা জিনিস কয়দিন যাবত লক্ষ্য করছি, আমাকে নিয়ে অনেকে পোস্ট করছেন আমি নাকি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এটা সত্যি আমার জন্য অনেক দুঃখজনক এই খবরগুলো। আমার ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আমি সবসময় দেশ ও দেশের মানুষকে ভাল কিছু দেয়ার চেষ্টা করছি। কখনও আল্লাহর রহমতে সফল হয়েছি আবার ব্যর্থও হয়েছি। তবে যদি বাংলাদেশ ক্রিকেটে এক শতাংশও দিতে পেরে থাকি তাহলে আমি নিজেকে সার্থক মনে করি। ক্রিকেট আমার ভালবাসা, আমি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছি তার মানে এই না যে ক্রিকেট ছেড়ে দেব। আমার সামনে যখনই সুযোগ আসবে বাংলাদেশ ক্রিকেটকে কিছু দেয়ার আমি সর্বাত্মক চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ভক্ত ও হেটার্সদের!!’ হেটার্সদেরও ধন্যবাদ জানিয়েছেন ইমরুল। ইমরুল নিজেকে দুর্ভাগা ক্রিকেটারের কাতারেই রেখেছেন। যখনই সুযোগ পেয়েছেন। নিজেকে প্রমাণ করেছেন। এরপরও বাদের তালিকায় তিনিই থাকেন। ২০১৭ সালেই যেমন। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যেখানে বাংলাদেশ ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। সেখানে মুশফিকুর রহীম আর ইমরুলই সাফল্য পেয়েছিলেন। কিন্তু তাকে রাখা হয়নি ২০১৮ সালের শুরুতে হওয়া ত্রিদেশীয় সিরিজে। এশিয়া কাপেও ইমরুলকে বাদের তালিকাতেই রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই মাঝপথে ডাক পড়ে। ভ্রমণক্লান্তি কাটিয়ে খেলতে নেমেই আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ৭২ রানের ইনিংস উপহার দেন। এশিয়া কাপে ভাল করায় গত অক্টোবরে জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইমরুলকে রাখা হয়। অসাধারণ ব্যাটিং করেন। প্রথম ম্যাচে ১৪৪ রান করার পর দ্বিতীয় ম্যাচে ৯০ ও তৃতীয় ম্যাচে আবার সেঞ্চুরি (১১৫) হাঁকান। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ও ০ রান করেন। তাতেই বাদের তালিকায় পড়ে যান ইমরুল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইমরুলকে নেয়া হয়নি। এবার বিশ্বকাপ দলেও নেই ইমরুল। তাই ইমরুলকে নিয়ে গুঞ্জন ওঠে, অবসর নিয়ে নিতে পারেন। এই অবসর গুঞ্জনেই ক্ষেপেছেন ইমরুল।
×