ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্রিজের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা

প্রকাশিত: ১১:৫৪, ১৮ এপ্রিল ২০১৯

ব্রিজের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলা সদরের চারালকাটা নদীর পারঘাট নামক স্থানে ব্রিজের নির্মাণ ফেলে রেখে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাপাত্তার অভিযোগ উঠেছে। ব্রিজটি নির্মাণের নির্ধারিত সময়ের ৯ মাস অতিবাহিত হওয়ায় ব্রিজটি নির্মাণে অশ্চিয়তা দেখা দিয়েছে। বুধবার এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় জেলা সদরের সঙ্গে কিশোরীগঞ্জ উপজেলা হয়ে রংপুর বিভাগীয় শহরের সড়ক পথের দূরত্ব কমিয়ে আনতে বাবড়ীঝাড় ও কাচারীরহাট হয়ে চারালকাটা নদীর ওপর পারঘাট নামক স্থানে ২৫২ মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণের জন্য ২০১৭ সালে বর্তমান সরকার ১৫ কোটি ১১ লাখ ২৯ হাজার ৬২৬ টাকা বরাদ্দ প্রদান করে। ফলে কিশোরীগঞ্জ উপজেলার প্রকৌশলী দফতর দরপত্র আহ্বান করে। এতে ব্রিজ নির্মাণের কাজ পায় যশোর সেন্টাল রোডের ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস ইসলাম ট্রেডার্স। ঠিকাদারি প্রতিষ্ঠানটি তার দরপত্রে ১২ কোটি ৬৯ লাখ ৭৯৮ টাকা ৫২৩ পয়সায় ব্রিজটি নির্মাণে চ্যুক্তিবদ্ধ হয়ে ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি ব্রিজের নির্মাণ কাজ শুরু করে। চ্যুক্তি অনুযায়ী ব্রিজের নির্মাণ কাজ সমাপ্ত হবার কথা ছিল ২০১৮ সালের ২৮ জুন। কিন্তু ব্রিজ নির্মাণের নির্ধারিত সময়ের ৯ মাস পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি ব্রিজের তিন ভাগের এক ভাগ কাজও শেষ করতে পারেনি। এমনকি নির্মাণ কাজ বন্ধ করে ঠিকাদার লাপাত্তা হয়ে যাবার অভিযোগ উঠে। সংশ্লিষ্ট দফতর ঠিকাদারকে একাধিকবার চিঠি দিয়েও ব্রিজটি নির্মাণ কাজ শুরু করাতে পারেনি। এ ব্যাপারে কিশোরীগঞ্জ উপজেলা প্রকৌশলী এস এম কেরামত আলী বলেন, ব্রিজটি নির্মাণের সময়সীমা বৃদ্ধি করে চলতি বছরের এপ্রিল মাসের ২৮ তারিখের মধ্যে ব্রিজের কাজ পুনরায় শুরু করার জন্য ঠিকাদারকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি। কিন্তু এ পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানটি কোন সাড়া দেয়নি। তবে তারা যদি এর মধ্যে কাজ শুরু না করে তাহলে তাদের দরপত্রে চুক্তি বাতিল করে পুনরায় টেন্ডার আহ্বান করা হবে।
×