ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নগ্ন ছবি তুলে প্রতারণা ॥ অপরহরণকারী আটক, ব্যবসায়ী উদ্ধার

প্রকাশিত: ১১:৫৪, ১৮ এপ্রিল ২০১৯

নগ্ন ছবি তুলে প্রতারণা ॥ অপরহরণকারী আটক, ব্যবসায়ী উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৭ এপ্রিল ॥ সীতাকুণ্ডে এক স্ক্র্যাপ (পুরাতন লোহা) ব্যবসায়ীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে আটকে রেখে এক নারীর সঙ্গে নগ্ন ছবি তোলে অপহরণকারী দলের সদস্যরা। এরপর দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ব্যবসায়ীর কাছ থেকে। মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে নগ্ন ছবি পরিবারের কাছে ও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় অপহরণকারীরা। এ ঘটনায় অপহরণের শিকার ব্যবসায়ীকে উদ্ধার ও অপহরণ চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামির নাম মোঃ ইকবাল হোসেন (২৬)। সে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মোঃ ছবিরের ছেলে। এদিকে স্থানীয় যুবক আরমান আলী বলেন, ‘এসব ঘটনার মূল হোতা সুলতানা বেগম। সে নিজেকে মহিলা আওয়ামী লীগ নেত্রী বলে দাবি করে। তার সহযোগী হাসিনা বেগম, মরিয়ম বেগমসহ পুরুষ, মহিলা মিলে ১০/১২ জন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার সহজ-সরল ব্যক্তিকে জিম্মি করে প্রথমে নগ্ন ছবি তোলে এবং পরে হুমকি দিয়ে টাকা আদায় করে।’ অপহরণের শিকার ব্যবসায়ী মোঃ সোহেল রানা (৩৪)। তিনি বি-বাড়িয়া জেলার কসবা থানার শ্যামপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে। তবে বর্তমানে ব্যবসার সুবাধে সীতাকু-ের মাদামবিবিরহাট এলাকায় ভাড়া বাসায় থাকেন। জানা যায়, সোহেলের মোবাইলে ফোন আসে অজ্ঞাত নাম্বার থেকে। জাহাজের কিছু কাটা লোহা জরুরীভিত্তিতে কম মূল্যে বিক্রি করবে জানিয়ে ভাটিয়ারী স্টিলের সামনে তাকে আসতে বলা হয়। সেখানে উপস্থিত হলে তাকে স্ক্র্যাপ দেখানোর কথা বলে ইকবালের বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকে উপস্থিত থাকা এক নারীসহ আরও তিনজন দেশীয় অস্ত্রের মুখে পরনের কাপড় খুলতে বাধ্য করেন। এ অবস্থায় উপস্থিত মহিলা নিজে নগ্ন হয়ে তার সঙ্গে বিভিন্ন আপত্তিকর ছবি উঠায়। পরে উঠানো ছবি পরিবারের কাছে ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দশ লাখ টাকা দাবি করে। টাকা না পেলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা। এই অবস্থায় ভিকটিম সোহেল তার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার মোঃ শামীমকে ফোন দিলে শামীম ২ লাখ টাকা দিতে পারবে বলে জানালে অপহরণকারীরা রাজি হয়ে যায়। গোপনে বিষয়টি পুলিশকে জানালে শামীমকে নিয়ে অপহরণকারীদের দেয়া ঠিকানা অনুযায়ী রাত ১১টায় হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইকবালসহ সঙ্গে থাকা মহিলারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেয়া ঠিকানা অনুযায়ী অভিযান চালিয়ে সোহেল রানাকে উদ্ধার করে পুলিশ।
×