ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএল

পান্ডিয়াকে ভয় মালিঙ্গার!

প্রকাশিত: ১২:০২, ১৭ এপ্রিল ২০১৯

পান্ডিয়াকে ভয় মালিঙ্গার!

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিভাবানরা একটু অন্যরকম হয়। টেলিভিশন শোয়ে নারীদের নিয়ে বিরূপ মন্তব্যের কারণে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন হারদিক পান্ডিয়া। অনেক ঝামেলার পর গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ফেরেন নিজের মতো। ইনজুরির কারণে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ মিস করা তারকা অলরাউন্ডার আইপিলে রয়েছেন দুর্দান্ত ফর্মে। পরশু ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৭ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সকে দারুণ এক জয় এনে দিয়েছেন। না প্রতিপক্ষ নয়, মুম্বাই স্কোয়াডে থাকা সতীর্থ লাসিথ মালিঙ্গা পান্ডিয়াকে নিয়ে ভয় পাচ্ছেন বিশ্বকাপের কথা ভেবে! যেখানে লিগ পর্বেই ভারতের মুখোমুখি হবে লঙ্কানরা। মুম্বাইর টুইটার পেইজে পোস্ট করা এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন বিজাতীয় এ্যাকশনের অধিকারী এ পেসার। যেখানে মালিঙ্গা বলছেন, ‘বিশ্বকাপে হারদিক পান্ডিয়ার বিরুদ্ধে বোলিং করতে হবে, এটা ভেবেই ভয় হচ্ছে! আইপিএলে দারুণ ছন্দে রয়েছে। হ্যাঁ ওকে আমাদের দ্রুতই তুলে নিতে হবে।’ বিতর্ক দূরে সরিয়ে রেখে আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন পান্ডিয়া। ৮টি ইনিংস থেকে তিনি সংগ্রহ করেছেন ১৮৬ রান। শেষ দুই ওভারে জয়ের জন্য মুম্বাইয়ের দরকার ছিল ২২ রান প্রতিপক্ষ অধিনায়কব বিরাট কোহালি এদিন বল তুলে দেন পবন নেগির হাতে। পান্ডিয়া তখনই আক্রমণের রাস্তা নেন। নেগির ওভারে দুটো ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মুম্বাইকে। পান্ডিয়া একইসঙ্গে দুটো কাজ করলেন।
×