ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিতেও মন ভরেনি আর্সেনালের

প্রকাশিত: ১২:০০, ১৭ এপ্রিল ২০১৯

জিতেও মন ভরেনি আর্সেনালের

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে জিতেও মন ভরেনি আর্সেনালের। সোমবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে গানার্সরা। দশজনের দলের বিরুদ্ধে এমন জয়ে সন্তুষ্ট হতে পারেননি আর্সেনাল কোচ উনাই এমেরি। তবে এ্যাওয়ে ম্যাচে এখন পর্যন্ত গোল হজম না করায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। লিভারপুল ও ম্যানচেস্টার সিটির পর চ্যাম্পিয়ন্স লীগের পরবর্তী দুটি স্থানের জন্য আর্সেনাল ও চেলসির পাশাপাশি লড়াইয়ে আছে টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেড। লন্ডনের প্রতিপক্ষ টটেনহ্যামের থেকে এক পয়েন্ট পিছিয়ে ও ইউনাইটেডের থেকে দুই পয়েন্ট এগিয়ে আছে আর্সেনাল। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে তারা। ৬৭ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম। ৮৫ ও ৮৩ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে এক ও দুই নম্বরে অবস্থান করছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। গ্যাবনের ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের একমাত্র গোলে ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। ওয়াটফোর্ডের মাঠে ম্যাচের ১০ মিনিটে জয়সূচক গোলটি করেন অবামেয়াং। মূলত ওয়াটফোর্ডের গোলরক্ষক বেন ফস্টারের ভুলেই স্বাগতিকদের পরাজয় নিশ্চিত হয়। অবামেয়াংয়ের শট ফেরাতে গিয়ে গোল হজম করে ফস্টার। পরের মিনিটেই আরও একটা বড় ধাক্কা খায় স্বাগতিকরা। অর্থাৎ ১১ মিনিটে অধিনায়ক ট্রয় ডিনে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ওয়াটফোর্ড। কিন্তু এই সুবিধাটা ম্যাচের বাকি সময় কোনভাবেই কাজে লাগাতে পারেনি আর্সেনাল। ঐতিহ্যাবাহী ইংলিশ এফএ কাপের ফাইনালে ওঠা ওয়াটফোর্ড আগামী মাসে ওয়েম্বলিতে শিরোপা লড়াইয়ে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে। ইনজুরির কারণে এই ম্যাচে দলে ছিলেন না স্প্যানিশ ফরোয়ার্ড জেরার্ড ডেলোফে। ম্যাচের শুরুতেই গোল হজম ও লাল কার্ডে বিপাকে পড়ে ওয়াটফোর্ড। একজন কম নিয়েও অতিরিক্ত রক্ষণাত্মক আর্সেনালের উপর প্রায় সময়ই চড়াও হয়ে খেলেছে ওয়াটফোর্ড। ক্রেইগ ক্যাথকার্টারের শট জার্মান গোলরক্ষক বার্নাড লিনোর দক্ষতায় পোস্টে লাগে, এরপর এটিয়েনে কাপোর ফ্রিকিক আবারও বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। গোল ব্যবধান বাড়াতে দ্বিতীয়ার্ধে মেসুত ওজিলকে মাঠে নামান আর্সেনাল কোচ এমেরি। কাউন্টার এ্যাটাক থেকে জার্মান এই অভিজ্ঞ তারকা বেশ কয়েকটি বল পেলেও তা কাজে লাগাতে পারেননি। মৌসুমে এই প্রথম প্রিমিয়ার লীগে এ্যাওয়ে ম্যাচে কোন গোল হজম করেনি উনাই এমেরির দল। আর এই জয়ে গোল ব্যবধানে চেলসিকে পেছনে ফেলে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে আর্সেনাল। ম্যাচ শেষে দলটির কোচ এমেরি বলেন, যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে ম্যাচটি নিয়ন্ত্রণ করতে পারিনি। কিছু সময় ওয়াটফোর্ডের হাতে ম্যাচ চলে যাওয়ায় ছেলেরা বেশ নার্ভাস হয়ে পড়ে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল দ্বিতীয় গোলটি করা যা আমরা করতে পারিনি। অন্যদিকে অবামেয়াংয়ের গোল যেভাবে ফস্টারের ভুলে জালে জড়িয়েছে তা মেনে নিতে পারেনি স্বাগতিকরা। কয়েক সেকেন্ডের মধ্যে লুকাস টোরেইরার মুখে কনুই দিয়ে আঘাত করার দায়ে ডিনের লাল কার্ডে ওয়াটফোর্ডের সব আশাই শেষ হয়ে যায়।
×