ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে জড়িত ব্যক্তিই নৌকা প্রার্থী ’ খবরের প্রতিবাদ

প্রকাশিত: ১১:১৭, ১৭ এপ্রিল ২০১৯

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে জড়িত ব্যক্তিই নৌকা প্রার্থী ’ খবরের প্রতিবাদ

গত ৯ এপ্রিল দৈনিক জনকণ্ঠে ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে জড়িত ব্যক্তিই ডুমুরিয়ায় নৌকার প্রার্থী’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রার্থী মোস্তফা সারোয়ার। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, উদ্দ্যেপ্রণোদিত। প্রতিবাদ লিপিতে আরও বলা হয়েছে, খুলনা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ তার মনোনীত প্রার্থী মনোনয়ন না পাওয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। তারই অংশ হিসেবে এমপির দ্বারা প্রভাবিত হয়ে প্রতিবেদক নির্বাচনকে প্রভাবিত করতে এ সংবাদ প্রকাশ করেছেন। প্রার্থী নিজেকে আওয়ামী লীগের দীর্ঘদিনের সদস্য উল্লেখ করে বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে ৩ মার্চ ইউপি চেয়ারম্যান পদ থেতে পদত্যাগ করে ৪ মার্চ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনী প্রচারণা ব্যস্ত আছেন। মোস্তফা সারোয়ার বলেছেন, আমি যদি অপরাধী হই তাহলে যেন নেত্রী আমার বিচার করেন। কিন্তু বিনা অপরাধে আজ বিভিন্ন মহল থেকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করা হচ্ছে। আমি জানি আমার বিরুদ্ধে নেত্রীর কাছে অনেক অভিযোগ দেয়া হয়েছে। একের পর এক অভিযোগে আমি এখন হতাশ। নেত্রীর সঙ্গে আমি দেখা করেছি। তিনি আমার কাছে জানতে চেয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ আগে করে নির্বাচনে এসেছি কিনা? আমি বলেছি পদত্যাগ করেছি মনোয়নের পরে। প্রধানমন্ত্রী বলেছেন, এটাই তো সমস্যা। এছাড়া আনা অভিযোগের বিষয়ে নেত্রী আমায় বলেছেন খোঁজ নেবেন।
×