ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নড়াইলে দুর্নীতি মামলা

জেলা পরিষদ চেয়ারম্যানসহ ৯ জনের জরিমানা

প্রকাশিত: ০৯:২১, ১৭ এপ্রিল ২০১৯

জেলা পরিষদ চেয়ারম্যানসহ ৯ জনের জরিমানা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দুর্নীতির মামলায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেনসহ নয়জনকে ৬ লাখ ৬৭ হাজার ১২০ টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার দুপুর ১টায় যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক শেখ ফারুক হোসেন এ জরিমানার আদেশ দেন। একইসঙ্গে আদালত চলাকালীন সময় পর্যন্ত কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার সাজাও দেয়া হয় তাদের। দুর্নীতি দমন কমিশনের পিপি সিরাজুল ইসলাম জানান, সোহবার হোসেন নড়াইল পৌরসভার মেয়র থাকাকালে নড়াইল বাজার, রুপগঞ্জ বাজার ও নড়াইল বাসস্ট্যান্ডের ইজারা দেন। এ সময় ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার স্বার্থে পৌর কমিশনার ও কর্মকর্তাদের সহায়তায় কম মূল্যে ইজারা দেন। যা বিগত বছরের তুলনায় ৬ লাখ ৬৭ হাজার ১২০ টাকা কম ছিল। এ বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত করে সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন। এরপর পৌর চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ১০ জনের নামে ২০১৮ সালের ৮ আগস্ট নড়াইল সদর থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশন যশোরের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী। শুনানি শেষে মঙ্গলবার বিচারক এ মামলায় নয় আসামিকে ৬ লাখ ৬৭ হাজার ১২০ টাকা জরিমানা ও আদালত চলাকালীন পর্যন্ত কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার সাজাও প্রদান করেন। একইসঙ্গে জরিমানার অর্থ আসামিদের সম্পত্তি বাজেয়াফত করে আদায় করার জন্য যশোরের জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে আদালত।
×