ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রাইজমানি নির্ধারণ করেনি বাফুফে বঙ্গমাতা নারী ফুটবলের

প্রকাশিত: ১১:৪৮, ১৬ এপ্রিল ২০১৯

প্রাইজমানি নির্ধারণ করেনি বাফুফে বঙ্গমাতা নারী ফুটবলের

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গমাতা অ-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটা নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে লন্ডন থেকে ট্রফি দেশে চলে এলেও এখনও প্রাইজমানি ঠিক করেনি ফেডারেশন! প্রচারে কোনরকম ঘাটতি রাখা হচ্ছে না। বিনা টিকেটে ম্যাচ দেখার সুযোগ পাবে স্কুল শিক্ষার্থীরা। আগামী ২২ এপ্রিল থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে গড়াচ্ছে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আসরটি। আসরকে শতভাগ সফল করতে ব্যস্ত বাফুফে কর্তারা। নিরাপত্তা ও প্রচারে গুরুত্ব দিচ্ছে আয়োজক কমিটি। টুর্নামেন্ট কমিটির প্রথম সভায় গঠিত হয়েছে সাত উপ-কমিটি। এই আসরের জন্য দর্শক টানতে আগে থেকেই প্রচারে নামে বাফুফে। তারই ধারাবাহিকতায় কলম্বিয়ান দুই নারী ফুটবলার উড়িয়ে আনা হয়, সঙ্গে যুক্ত হয় ইউনিসেফও। এবার বিনা টিকেটে স্কুল শিক্ষার্থীদের সরাসরি স্টেডিয়ামে ম্যাচ দেখানোর পরিকল্পনা কর্তাদের। টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ছয় দেশ। গ্রুপ ‘এ’তে স্বাগতিকদের প্রতিপক্ষ মঙ্গোলিয়া ও লাওস। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যেতে পারে ফিফা কিংবা এএফসির বড় কোন কর্মকর্তাকে। খেলোয়াড়দের নিরাপত্তা ইস্যুতে সব মন্ত্রণালয়কে কাজ বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে বাফুফে। ২০ এপ্রিলের মধ্যে টিম ও অফিসিয়ালরা ঢাকায় আসবেন বলে জানিয়েছে দেশীয় ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। নারী টুর্নামেন্ট হওয়ায় ম্যাচ অফিসিয়ালস, রেফারিসহ সবক্ষেত্রেই নারীদের প্রাধান্য দিচ্ছে তারা। অতীতে প্রচার নিয়ে বার বার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে বাফুকেকে। সেই আক্ষেপ ঘোচাতে এই টুর্নামেন্ট কোন ঘাটতি রাখতে চায় না ফেডারেশন। ইতোমধ্যেই টুর্নামেন্টের লোগো, থিম সং থেকে শুরু করে নাটক, উইমেন্স ফুটবল ডে আয়োজনসহ নানা পদক্ষেপ নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান কে-স্পোর্টস ও বাফুফে। ছয় জাতির টুর্নামেন্টে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপত্তাকে। ক্রীড়া মন্ত্রণায়লয়সহ সব মন্ত্রণালয়কে ইতোমধ্যেই অবহিত করা হয়েছে। গঠন করা হয়েছে ৯ সদস্যের লোকাল অর্গানাইজিং কমিটি ও ৭ সদস্যের উপ-কমিটি। শীঘ্রই লন্ডনের বিখ্যাত ট্রফি নির্মাতা প্রতিষ্ঠান ইনকারমেন্টের তৈরি ট্রফির আনভেলিং সিরোমনি আয়োজন করবে বাফুফে।
×