ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুশীলনে শুরু থেকেই থাকতে হবে সাকিবকে

প্রকাশিত: ১১:৪৭, ১৬ এপ্রিল ২০১৯

অনুশীলনে শুরু থেকেই থাকতে হবে সাকিবকে

স্পোর্টস রিপোর্টার ॥ আঙ্গুলের ইনজুরিতে ভোগার কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি সাকিব আল হাসান। তবে সেরে উঠেছিলেন তৃতীয় টেস্টের মাত্র কিছুদিন আগেই। খেলতে চেয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) শুরুতে কয়েকটি ম্যাচ। কিন্তু দেশসেরা এ ক্রিকেটারকে নিয়ে কোন ঝুঁকিতে যেতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডিপিএল খেলা না হলেও পরে অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলার ছাড়পত্র পেয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন এ বাঁহাতি অলরাউন্ডার। তবে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচ খেললেও এরপর থেকে সাইডবেঞ্চে সাকিব। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপের জন্য জাতীয় দলের অনুশীলন যেদিন শুরু হবে সেদিন থেকেই ক্যাম্পে যোগ দিতে হবে এ অলরাউন্ডারকে। সেজন্য চিঠিও দেয়া হয়েছে সাকিবকে। উল্লেখ্য, আগামী ২২ এপ্রিল থেকে বাংলাদেশ দলের বিশ্বকাপ পূর্ববর্তী অনুশীলন ক্যাম্প শুরু হবে। আজই জানা যেতে পারে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। তবে সেই সঙ্গে বিশ্বকাপের আগেই আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। সেখানে বাড়তি দুই ক্রিকেটারসহ ১৭ জন থাকতে পারেন জাতীয় দলে। যেহেতু ২২ মে পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনা যাবে, তাই বাড়তি ক্রিকেটারদের নিয়ে ত্রিদেশীয় খেলে পারফর্মেন্স বিবেচনা করে প্রয়োজনে আবার দুয়েকটি জায়গায় অদল-বদল করা হতে পারে। বিশ্বকাপ ৩০ মে শুরু হলেও, ত্রিদেশীয় সিরিজ শুরু ৫ মে। তাই ২২ এপ্রিল থেকেই দেশের মাটিতে কিছুটা অনুশীলন করবে বাংলাদেশ দল। ৫/৬ দিনের অনুশীলন ক্যাম্প শেষেই জাতীয় দল রওনা দেবে আয়ারল্যান্ডে। আর সেজন্য সাকিবকে অনুশীলনের প্রথম দিন থেকেই ক্যাম্পে যোগ দেয়ার জন্য চিঠি দিয়েছে বিসিবি। এ বিষয়ে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমি বলেছি সাকিবকে চিঠি পাঠাতে। এখনই চিঠিটা দিয়ে দিতে। তারপর দেখা যাক সে কি জবাব দেয়। আমার মনে হয়েছে ক্যাম্প শুরু হচ্ছে, একটা চিঠি দেয়া দরকার, যেন সে সময় মতো যোগ দিতে পারে। ক্যাম্প ২২ তারিখ থেকে শুরু হচ্ছে।’ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে সাকিব এখন ভারতে। যদিও তাকে সানরাইজার্স একাদশে সুযোগ দেয়া হচ্ছে না, কিন্তু সামনে বিশ্বকাপের কথা মাথায় রেখে সাকিব নিজ উদ্যোগে প্রস্তুতিপর্ব চালিয়ে যাচ্ছেন। এমনকি সানরাইজার্সের কোচিং স্টাফের বাইরে ব্যক্তিগত উদ্যোগে নিজ গুরু মোহাম্মদ সালাউদ্দিনের শরণাপন্ন হয়েছেন সাকিব। সেজন্য সালাউদ্দিনকে ভারতে নিজের কাছে নিয়েও গেছেন। শনিবার ভারত গেছেন সালাউদ্দিন। রবিবার থেকে সাকিবকে নিয়ে কাজও শুরু করেছেন। এ থেকে মনে হচ্ছিল, সাকিব হয়তো পুরো এপ্রিল ভারতেই থাকবেন। তবে সাকিব চাইলেও হয়তো সেটা আর পারবেন না, কারণ বিসিবি ইতোমধ্যেই একটি চিঠি পাঠিয়ে দিয়েছে তাকে অনুশীলন ক্যাম্পের শুরুতেই যোগ দেয়ার জন্য। ফলে ২২ এপ্রিল অনুশীলন ক্যাম্প শুরুর আগেই হয়তো দেশে ফিরবেন সাকিব।
×