ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখেও কালবৈশাখীর শঙ্কা

প্রকাশিত: ১০:০১, ১৪ এপ্রিল ২০১৯

  পহেলা বৈশাখেও কালবৈশাখীর শঙ্কা

স্টাফ রিপোর্টার ॥ শনিবার সারাদিন মেঘলা আকাশ আর গুমোট আবহাওয়ার কারণে ভ্যাপসা গরম অনুভূত হবে। সন্ধ্যা নামতেই সেই চিরচেনা পরিবেশ। কোথাও বৃষ্টি শুরু কোথাও কালবৈশাখীর বজ্র বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে আজ ১৪ এপ্রিল বাংলা পহেলা বৈশাখেও কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। তারা বলছেন আজ রবিবার দুপুর পর্যন্ত আবহাওয়া ভাল থাকবে। এরপর বিকেল নামতেই কালবৈশাখী আশঙ্কা করা হচ্ছে। এই সময়ে শিলা বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। এই অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানা জানায়। গত দুই সপ্তাহের বেশি সময় ধরেই দেশের বিচ্ছিন্ন কালবৈশাখী, শিলা বৃষ্টি ও বজ্রঝড় অব্যাহত রয়েছে। প্রকৃতিতে বিরাজ করছে বিরূপ আবহাওয়া। প্রায় প্রতিদিন বজ্রপাতে কোথাও না কোথাও মানুষের মৃত্যু ঘটছে। ভারি বৃষ্টিপাত হলে শীতল আমেজ বয়ে যাচ্ছে। আবার রোদ উঠলেও শুরু হচ্ছে ভ্যাপসা গরম। আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিমা লঘুচাপের সঙ্গে পুবালী বঙ্গোপসাগরে বাতাসের সংমিশ্রণের কারণে বাতাসে জলীয় কণার আধিক্য দেখা দিচ্ছে। ফলে গরম বৃদ্ধি পেয়ে ভ্যাপসা এবং গুমোট পরিস্থিতি তৈরি হচ্ছে। আবার বৃষ্টি নামলে তাপমাত্রা কমে আবহাওয়া অনেক শীতল হয়ে পড়ছে। তারা জানায়, মধ্য এপ্রিলের পর থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। এই সময়ে দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এদিনে শনিবার সকাল থেকে এক ধরনের গুমোট আবহাওয়া বিরাজ করছিল। আকাশে মেঘ জমার পরে ভ্যাপসা গরমের কারণে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ বিরাজ করে। কিন্তু সন্ধ্যা নামতে রাজধানীর ঢাকায় শুরু হয়ে ভারি বৃষ্টিপাত। তবে এই বৃষ্টিপাত বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী এইদিন সন্ধ্যায় ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইলে ৫৬ মিলিমিটার। এছাড়াও এদিন সন্ধ্যা পর্যন্ত রাজশাহী যশোর, কুষ্টিয়ার কুমারখালীতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন আজ রবিবার নববর্ষের প্রথম দিনে দুপুর পর্যন্ত আবহাওয়া ভাল থাকতে পারে। এ সময় রোদের কারণে তাপমাত্রা বেড়ে গিয়ে ভ্যাপসা গরমের অনুভূতি সৃষ্টি হবে। কিন্তু বিকেল গড়াতে কালবৈশকালী আশঙ্কা বেড়ে যাবে। গত দুই সপ্তাহের বেশি, সময় ধরে দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। এই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় দুই দফায় ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানায় আজ রবিবারও দুপুরের পর আবহাওয়া পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। গত কয়েকদিন ধরে দুপুরের পর কালবৈশাখীর সঙ্কেত দেয়া হচ্ছে আবহাওয়া অফিস থেকে। শনিবার এর ব্যতিক্রম হয়নি। শনিবার এক সতর্ক সংকেতে উল্লেখ করা হয় বেলা সোয়া দুইটার পর থেকে পরবর্তী ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে দেশের রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া যশোর এবং কুমিল্লায় কালবৈশাখী, বজ্রঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে। বিকেল হতে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ও বজ্রঝড় রেকর্ড করা হয় এদিন। আজ বিকেল থেকেও এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। তারা জানায় আজ ঢাকায় বিকেল ৩-৪টার পর আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ঢাকায় তাপমাত্রা বাড়বে একটু, সঙ্গে ভ্যাপসা গরম থাকবে। ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির কার্যশক্তি বৃদ্ধি পেতে পারে।
×