ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রমনা পার্ক ও চারুকলা এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

প্রকাশিত: ১০:৪৫, ১৩ এপ্রিল ২০১৯

 রমনা পার্ক ও চারুকলা এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল নববর্ষের দিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাজধানীর রমনা পার্ক ও চারুকলা ইনস্টিটিউটসহ আশপাশের এলাকার যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেসব রাস্তায় যানবাহন চলাচল করবে ॥ সোনারগাঁও-এর উত্তর দিক হতে আগত সকল প্রকার যাত্রীবাহী বাস গুলিস্তান কিংবা সায়েদাবাদ-যাত্রাবাড়ী যাবে সে সব যাত্রীবাহী বাস হোটেল সোনারগাঁও ক্রসিং থেকে বামে মোড় নিয়ে রেইনবো ক্রসিং হয়ে মগবাজার দিয়ে সোজা মালিবাগ মোড় হয়ে গন্তব্যে যাবে অথবা অন্যান্য পরিবহন হোটেল সোনারগাঁও থেকে সোজা এসে বাংলামোটর ক্রসিং-এ বামে মোড় নিয়ে মগবাজার সোজা গিয়ে মৌচাক-মালিবাগ হয়ে গন্তব্যে যাবে এবং আসবে। * মিরপুর রোডের উত্তর দিক হতে যে সব গাড়ি মতিঝিল-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-শ্যামপুর যাবে সে সকল রুটের গাড়ি মোহাম্মদপুর-সাইন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-বেবি আইসক্রীম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার-চাঁনখারপুল দিয়ে গুলিস্থান হয়ে গন্তব্যে যাবে এবং আসবে। * টঙ্গী-এয়ারপোর্ট হতে যে সব রুটের গাড়ি গুলিস্থান ও সায়েদাবাদ যাতায়াত করে সে সব রুটের গাড়ি টঙ্গী-বিমানবন্দর-প্রগতি সরণি বামে মোড় বিশ্বরোড ধরে মালিবাগ রেলক্রসিং বামে মোড় খিলগাঁও ফ্লাইওভার ধরে গন্তব্যে যাবে এবং আসবে। * ধামরাই, মানিকগঞ্জ, গাবতলী হতে যে সব রুটের গাড়ি গুলিস্তান, ফুলবাড়ীয়া যাতায়াত করে সে সব রুটের গাড়ি মানিকগঞ্জ-ধামরাই-গাবতলী-মিরপুর রোড ধরে সাইন্সল্যাব সোজা নিউমার্কেট-নীলক্ষেত ক্রসিং সোজা আজিমপুর বেবি আইসক্রীম মোড় সোজা গোরশাহ্ মাজার বামে মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার-চাঁনখারপুল হয়ে গন্তব্যে যাবে এবং আসবে। যে সব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে ॥ * বাংলামোটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-রূপসীবাংলা ক্রসিং। * বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্রসিং-মৎস্য ভবন-কদমফুল ক্রসিং-হাইকোর্ট ক্রসিং পর্যন্ত। * রূপসীবাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলি রোড-হেয়ার রোড-কাকরাইল মসজিদ ক্রসিং বামে মোড়-চার্চ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং পর্যন্ত। * নীলক্ষেত ক্রসিং হতে টিএসসি ক্রসিং। * পলাশী মোড় হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং। * বকশীবাজার হতে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং। বর্ষবরণ অনুষ্ঠানে আগত যানসমূহ যে সকল জায়গায় পার্কিং করবে ॥ * নেভী গ্যাপ হতে পুরাতন এলিফ্যান্ট রোড (উত্তর দিক হতে আগত গাড়িসমূহ)। * জিরো পয়েন্ট হতে আব্দুল গনি রোড (পূর্ব দিক হতে আগত গাড়িসমূহ) । * মৎস্যভবন হতে সেগুনবাগিচা/কার্পেট গলি (পূর্ব দিক হতে আগত গাড়িসমূহ) । * জগন্নাথ হল হতে পলাশী (দক্ষিণ/পশ্চিম দিক হতে আগত গাড়িসমূহ)। * কার্জন হল থেকে আব্দুল গনি রোড (দক্ষিণ দিক হতে আগত গাড়িসমূহ)। * কার্জন হল থেকে ফুলবাড়ীয়া (দক্ষিণ দিক হতে আগত গাড়িসমূহ)। * বেইলি রোড (ভিআইপি গাড়ি পার্কিং)। * কাঁটাবন থেকে পলাশী (পশ্চিম দিক হতে আগত গাড়িসমূহ)। * মিন্টো রোড (মিডিয়া গাড়ি পার্কিং)। প্রসঙ্গত, ৫শ’ বছর আগে আকবরী আমলে রাজস্ব আদায়ের সুবিধার জন্য এই বর্ষগণনা পদ্ধতির প্রবর্তন করা হয়েছিল। কালক্রমে সেই বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বাঙালীর সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। গত চার দশক ধরে রাজধানীতে বর্ষবরণের মূল আয়োজন হয়ে উঠেছে রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী অনুষ্ঠান। আর চারুকলার মঙ্গল শোভাযাত্রা এই উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গ।
×