ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গেম খেলে কিশোর কোটিপতি

প্রকাশিত: ১০:৩৬, ১৩ এপ্রিল ২০১৯

 গেম খেলে কিশোর কোটিপতি

১৪ বছর বয়সী এক মার্কিন বালক ভিডিও গেম খেলে দুই লাখ ডলার (প্রায় দুই কোটি টাকা) আয় করেছে। গ্রিফিন স্পিকোসি নামের ওই কিশোর জানিয়েছে, নয় মাস আগে এই ঘটনা ঘটেছে। সে জানায়, একজন সুপরিচিত ফোর্টনাইট গেমারকে হারানোর একটি ভিডিও ইউটিউবে আপলোড করলে সেটির ভিউ ৭৫ লাখ হওয়ার পর সে এই অর্থ আয় করে। নিউইয়র্কের স্মিথ টাউনের বাসিন্দা গ্রিফিন সপ্তাহে একদিনে আট ঘণ্টা ফোর্টনাইট গেম খেলে। গ্রিফিন জানান, অনলাইনে স্কুলের কোর্স করার পর সে এই গেম খেলে। তবে কখনও কখনও সে একদিনে আঠারো ঘণ্টা পর্যন্ত ভিডিও গেম খেলে। এটি যে মাত্রাতিরিক্ত তাও স্বীকার করেছে সে। গণমাধ্যমকে গ্রিফিন বলেছে, এটা আমার চাকরির মতো। নিজের ইউটিউব চ্যানেলের জন্য গ্রিফিন এখন একজন সেলিব্রেটির মতো। তার ওই চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ১০ লাখের বেশি। স্কেপ্টিক নামে গেম খেলা গ্রিফিনের খেলা দেখতে দর্শকরা তার চ্যানেলে টিউন করে। এভাবে সাবস্ক্রাইবারদের ডোনেশন, অনলাইন বিজ্ঞাপন ও স্পন্সরশিপ থেকে টাকা আয় করেছে গ্রিফিন। এদিকে গ্রিফিনকে সাহায্য করতে একটি কোম্পানিও খুলে দিয়েছে তার বাবা-মা। -ডেইলি মেইল
×