ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাফুফে ভবনে জেসিকা-ক্যাটেরিন

প্রকাশিত: ১২:২১, ১২ এপ্রিল ২০১৯

বাফুফে ভবনে জেসিকা-ক্যাটেরিন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আগামী ২২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ‘বঙ্গমাতা অনুর্ধ-১৯ ওমেন্স আন্তর্জাতিক গোল্ডকাপ’-এর খেলা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাত, লাওস, কিরগিজস্তান, তাজিকিস্তান, মঙ্গোলিয়া ও বাংলাদেশসহ ছয় জাতির অনুর্ধ-১৯ মহিলা জাতীয় ফুটবল দলসমূহ অংশগ্রহণ করবে। এ প্রতিযোগিতার প্রচার-প্রচারণার অংশ হিসেবে কলম্বিয়া থেকে ঢাকায় এসেছেন ফিফা মহিলা বিশ্বকাপে অংশগ্রহণকারী দুই কলম্বিয়ান মহিলা ফুটবল খেলোয়াড় জেসিকা হুরতাদো এবং ক্যাটেরিন ফাবিওলা কাস্ট্রো মুনয। বৃহস্পতিবার বাফুফে ভবনে বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাত করেন এই দুই সাবেক ফুটবলার। আজ শুক্রবার তারা ঢাকার বেরাইদে অবস্থিত ‘বাফুফে ফুটবল একাডেমি’ ফর্টিস গ্রাউন্ডে ‘ওমেন্স ফুটবল ডে’ দিবস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
×