ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই মাসের মধ্যে খাল দখলমুক্ত করা হবে ॥ আতিক

প্রকাশিত: ১১:৩১, ১২ এপ্রিল ২০১৯

দুই মাসের মধ্যে খাল দখলমুক্ত করা হবে ॥ আতিক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত খালগুলোর প্রবাহ ধরে রাখার জন্য আগামী দুই মাসের মধ্যে দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলাম। ওয়াসার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ কাজ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, ‘খালগুলো ওয়াসার অধীন। খালের পাড় ঢাকা জেলা প্রশাসনের অধীন। জেলা প্রশাসককে বলেছি আপনি আসেন, পর্যবেক্ষণ করেন। খালের দু’পাশে যেসব অবৈধ স্থাপনা আছে, এগুলো ভেঙ্গে ফেলা উচিত। আমি বলে দিয়েছি, কোন খাল দখলে থাকবে না। বৃহস্পতিবার মিরপুরের কালশী খাল পরিদর্শনে এসে মেয়র এসব কথা বলেন। অবৈধ দখল উচ্ছেদ অভিযানে মেয়র বলেন, আমরা দেখতে পেয়েছি নদীর পাড়ের অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে ফেলা হয়েছে। একইভাবে খালপাড়ের অবৈধ স্থাপনাগুলোও ভেঙ্গে ফেলতে হবে। তিনি আরও বলেন, খালে যে পর্যন্ত আমাদের মেশিন যাবে, নগরপিতা হিসেবে সেই পর্যন্ত খালগুলো আমি পরিষ্কার করেই ছাড়ব। মেয়র আরও বলেন, ‘আমি দেখেছি, বাইশটেকি খালের কোথাও কোথাও এক-দুই ফুট জায়গা অবৈধ দখলে রয়েছে। এগুলো উদ্ধার করতে হবে। আমার কাজ হবে এই মুহূর্তে এগুলো পরিষ্কার করা।’ দীর্ঘদিন ধরেই ঢাকার খাল উদ্ধার নিয়ে আছে নানা আলোচনা। সরকারের পক্ষ থেকে অনেকবার এ বিষয়ে প্রতিশ্রুতি আসলেও ঢাকার কোন খালই উদ্ধার হয়নি। বরং যেগুলো ছিল সেগুলো দিন দিন মানচিত্র থেকে দখলের থাবায় হারিয়ে যাচ্ছে।
×