ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই দক্ষ জনশক্তি ॥ পুতুল

প্রকাশিত: ১১:২০, ১২ এপ্রিল ২০১৯

মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই দক্ষ জনশক্তি ॥ পুতুল

স্টাফ রিপোর্টার ॥ ন্যাশনাল এ্যাডভাইজরি কমিটি অন অটিজম এ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার-এর চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বলেছেন, কেবল অবকাঠামো নয়, উন্নত ও মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি। মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য কৌশলপত্র প্রণয়ন সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কিং গ্রুপের সমন্বয়ক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (স্বাস্থ্যসেবা বিভাগ) সুভাষ চন্দ্র সরকার, এনডিডি প্রোটেকশন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাঃ নাজনীন আনোয়ারও স্কাইপের মাধ্যমে সভায় সংযুক্ত হন।
×