ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে ভিজিএফের ৮ বস্তা চাল জব্দ

প্রকাশিত: ০৯:৩১, ১২ এপ্রিল ২০১৯

বাউফলে ভিজিএফের ৮ বস্তা চাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১১ এপ্রিল ॥ বাউফলে জেলেদের জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচীর ৮ বস্তা (৪শ’ কেজি) চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দাসপাড়া ইউনিয়নের মুসলিমপাড়া এলাকা থেকে পুলিশ ওই চাল জব্দ করে। জানা গেছে, বৃহস্পতিবার দাসপাড়া ইউনিয়নে জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ করা হয়। জেলে নয় অথচ সচ্ছল এমন কিছু ব্যক্তিকে অর্থের বিনিময়ে চাল দেয়া হয়েছে। এ খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি টিম মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ বস্তা চাল জব্দ করে। দাসপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান মোহন বলেন, আমরা খবর পেয়ে মুসলিমপাড়ায় গিয়ে দেখি প্রকৃত দুঃস্থ জেলেদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে যারা জেলে নয়, এমন সচ্ছল ব্যক্তিদের চাল বিতরণ করা হয়েছে। চাল বিক্রির সঙ্গে দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য জড়িত বলে তিনি অভিযোগ করেন। কচুয়ায় বিদ্যুতস্পৃষ্টে ভার্সিটি ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১১ এপ্রিল ॥ বিদ্যুতস্পৃষ্টে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র আবু বক্কর হৃদয় নিহত হয়েছে । বৃহস্পতিবার পালাখাল মডেল ইউনিয়নের আশার কোটা গ্রামের আবদুল খালেকের ছেলে বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু বক্কর হৃদয় নিজের ঘরের বিদ্যুতের লাইন মেরামত করতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে যায়। সংজ্ঞাহীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
×