ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বালুমহাল বন্ধে হাইকোর্টের রুল

প্রকাশিত: ০৯:৩১, ১২ এপ্রিল ২০১৯

বালুমহাল বন্ধে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ হাজার কোটি টাকার হাইটেক পার্কসহ তিন মেগা প্রকল্প হুমকিতে পড়ায় রাজশাহীর দুটি বালুঘাট বন্ধে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের ওপর রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দিয়েছে। হাইকোর্ট পরবর্তী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে ভূমি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পাউবোর ঢাকা ও উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী, রাজশাহীর জেলা প্রশাসক, পাউবোর নির্বাহী প্রকৌশলী ও পবা উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন। রাজশাহীর নবগঙ্গা এলাকার আফতার রহমান গাজলুর ছেলে বাবর আলীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দিয়েছে। অভিযোগের বিবরণ অনুযায়ী রাজশাহীর মহানগরীর মধ্যে পদ্মা নদীর তীরবর্তী হাড়ুপুর ও নবগঙ্গা নামের দুটি বালুমহাল জেলা প্রশাসক কার্যালয় থেকে আগামী পহেলা বৈশাখ বাংলা ১৪২৬ সনের জন্য মেসার্স রজব আলীকে ইজারা প্রদান করা হয়। কিন্তু এই দুটি বালুমহাল রাজশাহী মহানগরীতে বাস্তবায়নাধীন হাজার কোটি টাকার বঙ্গবন্ধু হাইটেক পার্ক এলাকার নিকটবর্তী স্থানে অবস্থিত। এছাড়া পানি উন্নয়ন বোর্ড পদ্মা নদী তীরের ভাঙ্গন রোধে সম্প্রতি ৮৪ কোটি টাকা ব্যয়ে হাড়ুপুর থেকে নবগঙ্গা এলাকা পর্যন্ত একটি প্রকল্প বাস্তবায়ন করেছেন। একই সঙ্গে পদ্মার উজানে নগরীর উপকণ্ঠ সোনাইকান্দি থেকে রাজশাহীর বুলনপুর পর্যন্ত এলাকায় আরও ৫০ কোটি টাকা ব্যয়ে পদ্মায় ড্রেজিংয়ের কাজ শুরু করেছে পাউবোর ড্রেজিং বিভাগ। আলোচিত নবগঙ্গা ও হাড়ুপুর বালুমহাল দুটি এসব মেগা প্রকল্পের আওতাধীন এলাকায় অবস্থিত। পদ্মা নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু তুলে প্রথমে নৌকায় ভরা হচ্ছে এবং পরে মোটা পাইপের মাধ্যমে বাঁধের ওপর দিয়ে বালু বঙ্গবন্ধু হাইটেক পার্ক এলাকায় বিশালাকারে জমা করে রাখা হচ্ছে। এতে তীর সংরক্ষণ বাঁধের ওপর দিয়ে পানি মিশ্রিত বালু নদীতে পড়ায় বাঁধের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে রিটকারী বালুমহাল দুটি বন্ধের দাবি করেছেন। গণতান্ত্রিক অফিসার পরিষদ পূর্ণ প্যানেল জয়ী সিকৃবির অফিসার পরিষদ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ কার্যনির্বাহী কমিটি ২০১৯ এর নির্বাচনে গণতান্ত্রিক অফিসার পরিষদের পূর্ণ প্যানেল জয়লাভ করেছে। নির্বাচনে সভাপতি পদে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মোঃ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক পদে পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডেপুটি রেজিস্ট্রার ডাঃ ফখর উদ্দিন নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল দশটা থেকে ভোট গ্রহণ শেষে বিকাল চারটায় নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। নির্বাহী সদস্য হিসেবে মুছাব্বির আহমদ মূছা, সুহেল আহমদ, সেলিনা বেগম ও ছায়াদ মিয়া নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্য পদে মোট ৫ জন প্রতিদ্বন্ধিতা করেন। এর আগে ৯টি পদে ৯ কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
×