ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ১২:৪৬, ১১ এপ্রিল ২০১৯

পটুয়াখালীতে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১০ এপ্রিল ॥ মির্জাগঞ্জের আলোচিত আবুল বাশার হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদ-, ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া অপর ৬ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত। বুধবার বিকেলে পটুয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল করিম এই রায় প্রদান করেন। জানা গেছে, ২০০৬ সালের ২০ নবেম্বর মির্জাগঞ্জের কাকরাবুনিয়া এলাকায় চাষযোগ্য জমিতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে মারপিটের এক পর্যায়ে আবুল বাশার মারা যায়। এ ঘটনায় ২১ নবেম্বর নিহত বাশারের চাচা তো ভাই ইউনুস আলী বাদী হয়ে ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি ১১ জনকে আসামি করে মির্জাগঞ্জ থানার এসআই মাহবুবুল আলম আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার ১৮ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় দেন। মামালায় রায়ে মোঃ সাহেব আলী, মোঃ নিজাম, মোঃ আনছার, মোঃ জুয়েল, মোঃ সোহরাবকে যাবজ্জীবন কারাদ- এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদ- দেয় আদালত। এছাড়া মোঃ মমিন, সুলতান, রীনা ওরফে হেলেনাকে ২ বছর কারাদ- এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদ- দেয়া হয়। আবদুল জব্বারকে ৫ বছর কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড। কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, স্ত্রী হত্যার অভিযোগে জামাল উদ্দিন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বুধবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়রা জজ মুন্সি রফিউল আলম এই রায় দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেলের নির্দেশ দেয়া হয়। জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার বেলদহ (কালিরহাট বাজার সংলগ্ন) মোঃ জিয়ালির পুত্র জামালের (২৮) সঙ্গে নাগেশ^রী উপজেলার বদলীটারী গ্রামের মকবুল হোসেনের কন্যা রাশিদা বেগমের (১৯) ২০১০ সালের আগস্ট মাসে বিবাহ হয়। জামালের সঙ্গে তার ভাবি ছাবিয়া বেগমের পরকীয়া সম্পর্কের কারণে ২০১১ সালের ১ মার্চ রাশিদা বেগমকে শ^াসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। বাগেরহাটে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বজ্রপাতে রেশমা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার সকালে স্কুলে যাবার পথে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের উত্তর কাকারবিল নামকস্থানে বজ্রপাতে ঘটনাস্থলে সে মারা যায়। রেশমা গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। সে বেমরতা ইউনিয়নের দত্তকাঠি গ্রামের ভ্যান চালক সাইফুল ইসলামের মেয়ে। বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসের টগর জানান, স্কুলে যাওয়ার সময় উত্তর কাকারবিল এলাকার রাস্তায় পৌঁছলে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে রেশমার মৃত্যু হয়। দশমিনায় নারী স্টাফ রিপোর্টার গলাচিপা থেকে জানান, পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে বজ্রপাতে আন্তেশা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বজ্রপাতে আনোয়ারা বেগম (৬০) নামের আরও এক নারী আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। বুধবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটেছে।
×