ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আজ ফটিকছড়ির ভুজপুর হত্যাকাণ্ড দিবস

প্রকাশিত: ১২:৪০, ১১ এপ্রিল ২০১৯

আজ ফটিকছড়ির ভুজপুর হত্যাকাণ্ড দিবস

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১০ এপ্রিল ॥ আজ ফটিকছড়ির ভুজপুর হত্যাকা- দিবস। ২০১৩ সালের এই দিনে এটিএম পেয়ারুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা জামায়াত শিবিরের বিরুদ্ধে হরতালবিরোধী শান্তিপূর্ণ শোভাযাত্রা বের করে। এ শোভাযাত্রাটি দক্ষিণ ফটিকছড়ি থেকে উত্তর ফটিকছড়ি ভুজপুর-কাজিরহাট বাজার প্রদক্ষিণ করতেই জামায়াত-বিএনপি জঙ্গীরা মসজিদের মাইকে মিথ্যা গুজব রটিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রার ওপর নারকীয় হত্যাকা- চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন বিপুল, যুবলীগ নেতা মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ ফোরকানকে হত্যা করে। এতে প্রায় দু’শতাধিক নেতা-কর্মীকে আহত করে এবং তিন শতাধিক মোটরসাইকেল ও যানবাহনে অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেয়। দিবসটি পালনে বৃহস্পতিবার সকালে নিহতদের কবরে পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি, মিলাদ-দোয়া মাহফিল, সভাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। আইইবিতে অগ্নিনিরাপত্তা বিষয়ক সেমিনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে (ফায়ার সেফটি এ্যান্ড ইটস ম্যানেমেন্ট শীর্ষক সেমিনার গত বৃহস্পতিবার আইইবি’র কাউন্সিল হলে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ। আইইবির যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে এবং বিভাগের সম্পাদক প্রকৌশলী আহসান বিন বাসার (রিপন) সঞ্চালনা করেন। -বিজ্ঞপ্তি।
×