ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ সিটি নির্বাচন

মনোনয়নপত্র বাছাই, মেয়র পদে দুজনের প্রার্থিতা বৈধ তিনজন অবৈধ

প্রকাশিত: ১১:২৬, ১১ এপ্রিল ২০১৯

মনোনয়নপত্র বাছাই, মেয়র পদে দুজনের প্রার্থিতা বৈধ তিনজন অবৈধ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বুধবার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু ও জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে ঋণ খেলাপী ও সমর্থনকারীর স্বাক্ষর জালসহ সমর্থন না থাকায় স্বতন্ত্র ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী আবু মোঃ মুসা সরকার ও শহীদুল ইসলাম স্বপন ম-ল এবং ড. বিশ্বজিৎ বাদুরীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। অন্যদিকে দলীয় ২ মেয়র প্রার্থীকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
×