ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

সুরের ধারা ও চ্যানেল আইর আয়োজনে হাজারো কণ্ঠে বর্ষবরণ

প্রকাশিত: ১১:১৭, ১০ এপ্রিল ২০১৯

সুরের ধারা ও চ্যানেল আইর আয়োজনে হাজারো কণ্ঠে বর্ষবরণ

স্টাফ রিপোর্টার ॥ আর মাত্র কয়েকটি দিন। বিদায় নিচ্ছে বঙ্গাব্দ ১৪২৫। খুশির বারতা ও আগামীর সম্ভাবনা নিয়ে আসছে নতুন বাংলা বছর। তাই তো বঙ্গাব্দ ১৪২৬ বরণে চারপাশে পড়ে গেছে সাজ সাজ। চলছে নানা আয়োজনে প্রস্তুতি। সেই ¯্রােতধারায় বাংলা নববর্ষ বরণে চ্যানেল আই ও সুরের ধারা আগামী পহেলা বৈশাখ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে অষ্টমবারের আয়োজন করতে যাচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান ‘লিভার আয়ুশ হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’। ওই দিন ভোর থেকে শুরু হবে এ অনুষ্ঠান। সুরের আবাহনে বর্র্ষবরণের এ আয়োজনে নেতৃত্ব দিবেন সুরের ধারার চেয়ারম্যান শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর চ্যানেল আই ভবনে ইউনিলিভার, সুরের ধারা ও চ্যানেল আই যৌথভাবে সংবাদ সম্মেলন করে। এতে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, প্রতিবছরই এ আয়োজনে অংশ নিতে ইচ্ছুক অনেক শিল্পীকে ফিরিয়ে দিতে হচ্ছে। কারণ এক হাজারের বেশি শিল্পী অংশ নেয়ার সুযোগ নেই। তবে দশম বর্ষ থেকে পনেরোশ শিল্পীর অংশগ্রহণে বর্ষবরণ উদ্যাপন করব। এবারের মেলায় ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং সস্ত্রীক উপস্থিত থাকবেন। তিনি পড়ালেখা করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে। তিনি বাংলা বলতে পুরোপুরি পারেন এবং বোঝেন। প্রতি বছরই বর্ষবরণ উৎসবের একটা প্রতিপাদ্য থাকে। এবারের প্রতিপাদ্য ‘লোকজ সুরে বাংলা গান’। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং ইউনিলিভারে মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার। সংবাদ সম্মেলনে বক্তরা জানান, বর্ষবরণের মূল উদ্দেশ্য বাংলাদেশের কৃষ্টি কালচারকে বিশ্বে তুলে ধরার পাশাপাশি সুন্দর স্বপ্ন ও সুন্দর আগামীর জন্য মঙ্গল কামনা করা। ফরিদুর রেজা সাগর বলেন, বছরের প্রায় ছয় মাস সময়জুড়েই রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলা বর্ষ বরণের এই আয়োজনকে ঘিরে ব্যস্ত সময় পার করেন। এ আয়োজনকে সফল করতে রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতি পরিপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চ্যানেল আই। বর্ষবরণ উৎসবে ইউনিলিভারের সম্পৃক্ততা সম্পর্কে নাফিস আনোয়ার বলেন, আসলে বর্ষবরণ আয়োজনটির আনন্দটা কেমন সামনে থেকে না দেখলে বোঝানো যাবে না। এ বছর আমাদের নতুন আয়ুর্বেদিক ব্র্যান্ড ‘লিভার আয়ুশকে বর্ষবরণ’ উৎসবের সঙ্গে সম্পৃক্ত করেছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্ষবরণ উৎসবে দেশের জনপ্রিয় নবীন ও প্রবীণ শিল্পীদের পরিবেশনার পাশাপাশি চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ, গানের রাজা ও বাংলার গানের শিল্পীরা পরিবেশনা উপস্থাপন করবে। নৃত্য পরিবেশন করবেন চ্যানেল আই সেরা নাচিয়ের শিল্পীরা। থাকবে একদল তরুণীর অংশগ্রহণে ফ্যাশন শো। আয়োজনে বর্ণিলতা যুক্ত করতে থাকবে মঙ্গল শোভাযাত্রা। মেলার স্টলগুলোয় শোভা পাবে বাঙালীর হাজার বছরের বিভিন্ন ঐতিহ্যের উপাদান, বৈশাখের হরেক রকম পণ্য সামগ্রী। আরও থাকবে পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানান পণ্যসামগ্রী। বর্ষবরণ উৎসব বেলা ২টা পর্যন্ত চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে। একই স্থানে ১৩ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হবে রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে চৈত্রসংক্রান্তি বা বর্ষবিদায় উৎসব। চৈত্রসংক্রান্তির উৎসবে অংশ নিবে শিশু শিল্পীসহ বিভিন্ন বয়সী শিল্পীরা। শিল্পীরা মধ্যরাত পর্যন্ত পরিবেশন করবেন সম্মেলক সঙ্গীত, একক সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও নৃত্যনাট্য।
×