ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

খবর প্রকাশের জের ॥ খুলনায় তোলপাড়

প্রকাশিত: ১০:১৫, ১০ এপ্রিল ২০১৯

খবর প্রকাশের জের ॥ খুলনায় তোলপাড়

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক জনকণ্ঠ পত্রিকায় মঙ্গলবার প্রথম পাতার প্রথম কলামে ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারী ব্যক্তিই নৌকার প্রার্থী’ শিরোনামে প্রকাশিত সংবাদে খুলনায় তোলপাড় শুরু হয়েছে। যদিও খুলনার এজেন্টদের কাছে আসা জনকণ্ঠের কপিগুলো ক্ষুব্ধ ব্যক্তির অনুসারী বা কোন গোষ্ঠী কিনে নিয়েছে। এতে জনকণ্ঠের নিয়মিত গ্রাহক, ক্রেতা, পাঠক এবং বিজ্ঞাপনদাতারা বঞ্চিত হয়েছেন। এদিকে খুলনার ডুমুরিয়া উপজেলার নির্বাচন সংশ্লিষ্ট ওই খবরটি প্রকাশিত হওয়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, অনেকেই পত্রিকা বিক্রেতার কাছে জনকণ্ঠ কিনতে গিয়ে ফিরে আসেন। পরে তারা দৈনিক জনকণ্ঠ পত্রিকার ওয়েভ পেজ থেকে পিন্ট নিয়েছেন। ওয়েবপেজ থেকে প্রিন্ট নিয়ে সেটা শত শত কপি বিলি হয়েছে ডুমুরিয়া উপজেলায়। বাইরের জেলা থেকেও কিছু জনকণ্ঠ খুলনার ডুমরিয়ায় এনে ফটোকপি করে বিতরণ করা হয়েছে। খুলনা শহরেও এই সংবাদটি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে খুলনার এক এজেন্টের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাজ কাগজ বিক্রি করা। আমরা সব কাগজ বিক্রি করে দিয়েছি। গ্রাহকরা যে এদিন জনকণ্ঠ পড়া থেকে বঞ্চিত হলো এ প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসায়িক কারণে সব কাগজ বিক্রি করা হয়েছে। হকাররাওতো মাঝে মাঝে কাগজ বিতরণ বন্ধ রাখে বলে তিনি জানান। ডুমুরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পান মোস্তফা সরোয়ার।
×