ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সৌদি সফরে বিমান বাহিনী প্রধান

প্রকাশিত: ০৯:৩৬, ১০ এপ্রিল ২০১৯

সৌদি সফরে বিমান বাহিনী প্রধান

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সাতদিনের সফরে সৌদি আরব গেছেন। সফরকালে বিমান বাহিনী প্রধান রাজকীয় সৌদি বিমান বাহিনীর অপারেশন সেন্টার, কিং ফয়সাল এয়ার একাডেমি, আল সালাম এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এছাড়া তিনি সৌদি আরব অবস্থানকালে রাজকীয় সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ জেনারেল ফায়েদাহ বিন হা’মেদ আল-রওয়ালি ও রাজকীয় সৌদি বিমান বাহিনীর কমান্ডার হাই রয়্যাল হাইনেস লেফটেন্যান্ট জেনারেল তুর্কী বিন বান্দার বিন আব্দুলাজিজের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। -বাসস এনডিসিতে সেমিনার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) মঙ্গলবার ‘পরিবেশগত নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন- বাংলাদেশের জন্য উন্নয়নের চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে পরিবেশগত নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন- বাংলাদেশের জন্য উন্নয়নের চ্যালেঞ্জসমূহ, সম্ভাব্যতা ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোকপাত করেন প্রধান অতিথি। তিনি এ ধরনের সমসাময়িক বিষয়ে সেমিনার আয়োজনের জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজকে সাধুবাদ জানান। এর আগে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, লে. জেনারেল শেখ মামুন খালেদ সেমিনারের উদ্বোধন করেন। -আইএসপিআর
×