ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আমিরের ভাগ্যে কি আছে?

প্রকাশিত: ১১:৫৬, ৯ এপ্রিল ২০১৯

আমিরের ভাগ্যে কি আছে?

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাথমিক স্কোয়াডে নাম দেখে অনেকেই হয়ত মোহাম্মদ আমিরের বিশ্বকাপে খেলা নিশ্চিত ধরে নিতে পারেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাঁহাতি পেসারের অফ ফর্ম নিয়ে ভীষণ চিন্তিত প্রধান কোচ মিকি আর্থার। আমিরাতে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত সিরিজের সব ম্যাচে একাদশে সুযোগও হয়নি। অথচ ওই সিরিজেই আলো ছড়িয়েছেন উসমান শিনওয়ারি, শহীন শাহ আফ্রিদির মতো তরুণ। বিশ্রাম শেষে ক্যাম্পে যোগ দিয়েছেন তারকা পেসার হাসান আলি। দলে ফিরেছেন অভিজ্ঞ জুনইদ খানও। যুগে যুগে কখনোই পাকিস্তানে দ্রুতগতির বোলারের অভাব হয়নি। সুতরাং আমির বিশ্বকাপে সুযোগ পাবেন কি না, অধিনায়ক সরফরাজ আহমেদও সেটি নিশ্চিত নন, ‘আমির বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকবে কি না, আমি জানি না’- বলেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, পাকিস্তান বোলিং কোচ আজহার মাহমুদও আমিরের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। টিভি চ্যানেলে দেয়া সাক্ষাতকারে অধিনায়ক সরফরাজ বলেন, ‘আমরা মোহাম্মদ আমিরকে আদৌ দলে রাখব কিনা, তা গভীরভাবে চিন্তা ভাবনা করছি। একজন পেসার যদি একদিনের ক্রিকেটে নতুন বলে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে আউটই না করতে পারে তবে তাকে দলে রেখে লাভ কী? আমিরকে পাকিস্তানের হয়ে খেলতে দেখা যাবে এমন ভাবার কোন কারণ নেই। তবে বিশ্বকাপের প্রাথমিক দলে আমির থাকবে। বিশ্বকাপের আগে ইংল্যান্ডেই আমরা জো রুটদের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ খেলব। ওই ম্যাচগুলোতে আমিরের পারফর্মেন্স দেখেই সিদ্ধান্ত নেয়া হবে।’ পাঁচ বছরের নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে আমির আলোচনায় আসেন ভারতের বিপক্ষে ফাইনালে ১৬ রানে ৩ উইকেটের এক বিধ্বংসী স্পেল করে! কিন্তু তারপরেই অধঃপতন। পরবর্তী দুই বছরে খেলা ১৪ ওয়ানডেতে কোন ম্যাচেই একটির বেশি উইকেট নিতে পারেননি। এর মধ্যে ৯ ম্যাচ ছিলেন উইকেটশূন্য। সব মিলিয়ে সবশেষ ১৪ ম্যাচে তার শিকার মাত্র ৫ উইকেট। সেরা বোলিং ফিগার ১/১৮, স্ট্রাইক রেট ১২১.২, গড় ৯২.৬০! গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছেন। ৯ ওভারে ৫৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পরের চার ম্যাচে আর দলে সুযোগ পাননি। ১৮ এপ্রিল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে পাকিস্তান। সংবাদমাধ্যম জানিয়েছে, ১৭ থেকে ১৮ সদস্যের দল নিয়ে ২৩ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে সরফরাজের দল। স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজই হবে আমিরের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার শেষ সুযোগ। সূত্রের খবর, কোচ মিকি আর্থার ও বোলিং কোচ আজহার মাহমুদও আমিরের উপর আস্থা হারিয়েছেন। তবে ইতিহাস বলে, প্রতিভাবান আমিরের ইংল্যান্ডের আবহাওয়ায় ভাল বল করে থাকেন। এটাই হতে পারে তার জন্য ইতিবাচক দিক। ২৬ বছর বয়সী আমির পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৫০ ওয়ানডে এবং ৪২টি ২০ খেলেছেন। ২০১০ সালে ইংল্যান্ডেই স্পট ফিক্সিংয়ে দায়ে তিনি পাঁচ বছর সাসপেন্ড হন। পরে নির্বাসন কাটিয়ে তিনি দারুণভাবেই ফিরে এসেছিলেন। সম্প্রতি অধিনায়ক সরফরাজের সঙ্গেও আমিরের বনিবনা হচ্ছিল না। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আমির প্রথম ম্যাচের পর বাদ পড়েন। কিছুদিন হলো সরফরাজ স্পষ্টতই মিডিয়ায় বলে আসছেন, আমিরের পারফর্মেন্স প্রত্যাশিত নয়। এর চরম মূল্য দিতে হচ্ছে দলকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের পর আমিরকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রেস কনফারেন্স রুম ছেড়ে চলে যান। মাঝখানেই ভ ুল হয়ে যায় সংবাদ সম্মেলন। ওই ঘটনা ভালভাবে নেননি সরফরাজ। তাকে নিয়ে কোচ আর্থারও সন্তুষ্ট হতে পারছেন না।
×