ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচীতে পরিবর্তন

প্রকাশিত: ১১:১১, ৯ এপ্রিল ২০১৯

এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচীতে পরিবর্তন

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র শব-ই-বরাতের ছুটিসহ বিভিন্ন কারণে এইচএসসি ও সমমানের পাঁচদিনের পরীক্ষার সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ জিয়াউল হক জানান, পরিবর্তিত সময়সূচী অনুযায়ী বাকি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২০ এপ্রিলকে পবিত্র শব-ই-বরাতের তারিখ নির্ধারণ করে পরীক্ষার সময়সূচী করা হয়েছিল। কিন্তু চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র শব-ই-বরাত অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। এ উপলক্ষে সরকারী ছুটি থাকবে ২২ এপ্রিল। ফলে ওইদিনের পরীক্ষা পেছানো হয়েছে। ২১ এপ্রিল পদার্থবিজ্ঞান, (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (আব.) দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ জিয়াউল হক জানান, বাকি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। পরিবর্তিত সূচী অনুযায়ী আগামী ১৭ এপ্রিলের আরবি প্রথমপত্র, সংস্কৃত প্রথমপত্র এবং পালি প্রথমপত্রের পরীক্ষা ৯ মে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিলের আরবি দ্বিতীয়পত্র, সংস্কৃত দ্বিতীয়পত্র এবং পালি দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ মে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ২২ এপ্রিলের পদার্থবিজ্ঞান, (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (আব.) দ্বিতীয়পত্র ১২ মে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৪ মে’র গার্হস্থ্য বিজ্ঞান প্রথমপত্র সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত নির্ধারিত সময়ের পরীক্ষা বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ৬ মে অনুষ্ঠিতব্য বিজ্ঞান দ্বিতীয়পত্র বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা বলছেন, কেবল শব-ই-বরাত ছাড়াও বিরতি ছাড়া পরপর পরীক্ষার সময় নির্ধারণ করায় অসন্তোষ ছিল পরীক্ষার্থীদের মধ্যে। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে দুুটি পরীক্ষার মাঝে বিরতি রেখে নতুন সময়সূচী দেয়া হলো।
×