ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জের কাছে হেরে শীর্ষস্থান হারাল আবাহনী

প্রকাশিত: ১১:১০, ৮ এপ্রিল ২০১৯

রূপগঞ্জের কাছে হেরে শীর্ষস্থান হারাল আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের এবারের আসরের শুরু থেকে দাপট দেখিয়ে খেলে আবাহনী লিমিটেড। শীর্ষস্থান শনিবার পর্যন্ত বজায় রাখে। কিন্তু দশম রাউন্ডের খেলায় এসে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে দলটি ৬ উইকেটে ধরাশায়ী হয়। আবাহনীকে পাত্তাই দেয়নি রূপগঞ্জ। জাতীয় দলের ক্রিকেটারে ভরপুর দল আবাহনীকে ১৩৯ বল বাকি থাকতে হারিয়ে ম্যাচ জিতে যায় রূপগঞ্জ। তাতে আবাহনীকে পেছনে ফেলে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে রূপগঞ্জ। রবিবার দিনের আর দুটি ম্যাচের একটিতে উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। এই জয় পেয়ে সুপারলীগে খেলাও নিশ্চিত করে নিল দলটি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে (বিকেএসপি) ৫ উইকেটে হারায় শেখ জামাল ধানম-ি ক্লাব। রূপগঞ্জ-আবাহনী ম্যাচ-মিরপুর ॥ এই ম্যাচটির আগে দুই দলেরই পয়েন্ট সমান ছিল। ১৬ পয়েন্ট করেছিল। রানরেটে আবাহনী শীর্ষে ছিল। দ্বিতীয় স্থানে ছিল রূপগঞ্জ। যে দল জিতত, তারাই এককভাবে শীর্ষস্থান দখল করত। জয়টি পেল রূপগঞ্জই। আগে ব্যাটিং করে শুভাশিষ রায় (৩/৩৭), মোহাম্মদ শহীদ (২/১১) ও নাবিল সামাদের (২/১৫) দুর্দান্ত বোলিংয়ে ৩৯.১ ওভারে ১২২ রানেই গুটিয়ে যায় আবাহনী। ব্যাটসম্যানদের কী করুণ দশা হয়। ২১ রানেই যে আবাহনীর তিন উইকেট হজম করে নেন শুভাশিষ, তাতেই বিপাকে পড়ে যায় দলটি। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত ৪০ রান করেন। ম্যাচটিতে আবাহনীর হয়ে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। জবাব দিতে নেমে মেহেদী মারুফের ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ২৬.৫ ওভারে ১২৫ রান করে রূপগঞ্জ সহজেই জয় তুলে নেয়। স্কোর ॥ আবাহনী ইনিংস ১২২/১০; ৩৯.১ ওভার (মোসাদ্দেক ৪০*, মিঠুন ৩৮, মাশরাফি ১৫; শুভাশিষ ৩/৩৭)। রূপগঞ্জ ইনিংস ১২৫/৪; ২৬.৫ ওভার (মারুফ ৫৯, নাঈম ২২, মুমিনুল ১৭; সাব্বির ১/১৩)। ফল ॥ লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ শুভাশিষ রায় (লিজেন্ডস অব রূপগঞ্জ)। দোলেশ্বর-উত্তরা এসসি ম্যাচ-ফতুল্লা ॥ উত্তরা এসসির চেয়ে দোলেশ্বর অনেক শক্তিশালী দল। তাই দোলেশ্বর জিতবে ধরেই নেয়া হয়েছিল। হলোও তাই। আগে ব্যাটিং করে উত্তরা এসসি ৪৬.৪ ওভারে ১৬০ রান করে। সাদ নাসিম একাই ৪ উইকেট নেন। বিকেএসপির পক্ষে মিনহাজুল আবেদীন ৩৬ রান করেন। জবাব দিতে নেমে ফরহাদ হোসেনের ৫৯ ও মার্শাল আইয়ুবের ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে ৩৮.১ ওভারে ১৬১ রান করে জিতে যায় দোলেশ্বর। এই জয় পেয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে যায় দোলেশ্বর। সেই সঙ্গে রূপগঞ্জ, আবাহনী, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে প্রাইম দোলেশ্বরও সুপারলীগে খেলা নিশ্চিত করে নেয়। স্কোর ॥ উত্তরা এসসি ইনিংস ১৬০/১০; ৪৬.৪ ওভার (মিনহাজুল ৩৬, তানজিদ ২৬, শানাজ ২২; নাসিম ৪/৪২)। দোলেশ্বর ইনিংস ১৬১/৫; ৩৮.১ ওভার (ফরহাদ ৫৯, মার্শাল ৫৪, সাইফ ২৬; সাজ্জাদ ৩/৪১)। ফল ॥ দোলেশ্বর ৫ উইকেটে জয়ী। ম্যাচ সেরা ॥ সাদ নাসিম (প্রাইম দোলেশ্বর)। শেখ জামাল-বিকেএসপি ম্যাচ-বিকেএসপি ॥ ম্যাচটিতে শেখ জামাল যে জিতবে তা ধরেই নেয়া হয়েছিল। তবে খেলা যেহেতু ছিল বিকেএসপিতে, তাই বিকেএসপির কাছে শেখ জামাল হোঁচট খেতেও পারত। কিন্তু তা হয়নি। সহজভাবেই জিতেছে শেখ জামাল। ম্যাচটিতে আগে ব্যাটিং করে বিকেএসপিকে ১৬১ রানের বেশি করতে দেয়নি শেখ জামাল। আকবর আলী ৪৩ রান করেন। তবে ইলিয়াস সানি ও নাসির হোসেন ৩ উইকেট করে নেন। তাদের দুর্দান্ত বোলিংয়ে ৪২.১ ওভারের বেশি খেলতে পারেনি বিকেএসপি। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩৫.২ ওভারে ১৬৫ রান করে জিতে যায় শেখ জামাল। ভারতের পশ্চিম বঙ্গের হুগলির ব্যাটসম্যান অনুস্টাপ মজুমদার ৪৩ রান করেন। ইলিয়াস সানি ব্যাট হাতেও ৩২ রান করেন। স্কোর ॥ বিকেএসপি ইনিংস ১৬১/১০; ৪২.১ ওভার (আকবর ৪৩, আমিনুল ২৯, ইমন ১৮; ইলিয়াস ৩/৩০, নাসির ৩/২৭)। শেখ জামাল ইনিংস ১৬৫/৫; ৩৫.২ ওভার (মজুমদার ৪৩, ইলিয়াস ৩২, সোহান ২২*; সুমন ২/২৫)। ফল ॥ শেখ জামাল ৫ উইকেটে জয়ী। ম্যাচ সেরা ॥ ইলিয়াস সানি (শেখ জামাল)।
×