ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লংগদুতে যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ ॥ গ্রেফতার ৫

প্রকাশিত: ১০:৩০, ৮ এপ্রিল ২০১৯

 লংগদুতে যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ ॥ গ্রেফতার ৫

চট্টগ্রাম অফিস/নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটির লংগদুতে সেনা নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সঙ্গে ইউপিডিএফ (ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট) এর সশস্ত্র সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়েছে। গ্রেফতার হয়েছে ৫ সন্ত্রাসী। উদ্ধার হয়েছে এসএমসিসহ কিছু অস্ত্র। শনিবার রাতে লংগদু রাজনগরের কাট্টলি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ বাঘাইছড়িতে ৭ হত্যাকা-ের পর পাহাড়ের বিভিন্ন স্থানে চলছে কম্বিং অপারেশন। এ অভিযানে নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী। মূলত পাহাড় জুড়ে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউপিডিএফের সন্ত্রাসীরা নিজেদের মধ্যে একদিকে আধিপত্য বিস্তারের লড়াইয়ে তৎপর, অপরদিকে চাঁদাবাজির মাধ্যমে এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীসহ সকলকে জিম্মী করে রেখেছে। ফলশ্রুতিতে দুর্বৃত্তদের দমনে পাহাড়ে কম্বিং অপারেশন চলছে। এ প্রক্রিয়ায় শনিবার রাত ৯টার দিকে লংগদু উপজেলার কাট্টলি বিল নামক স্থানে জেলেদের কাছ থেকে দুর্বৃত্তরা জোরপূর্বক চাঁদা আদায়ের খবরে যৌথ বাহিনীর অভিযান চলে। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনার পর দুর্বৃত্ত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে উদ্ধার হয় একটি এসএমসি ও ৪টি বন্দুক। গ্রেফতারকৃতরা হলো- সরল চাকমা, নেলসন চাকমা, পূর্ণদেব চাকমা, মঙ্গল কান্তি চাকমা ও নরেশ চাকমা। এরা ইউপিডিএফের ক্যাডার বলে জানা গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিবার আরও একজন গ্রেফতার হয়েছে। এছাড়া রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলা থেকে চিহ্নিত চাঁদা কালেক্টর ইউপিডিএফ সদস্য আপন বিকাশ ওরফে করুণ বিকাশ চাকমাকে গ্রেফতার করেছে সেনা সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিএফের প্রসিত গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে লংগদু এলাকায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। বিষয়টি নিয়ে যৌথ বাহিনীর নজরদারি জোরালো করে এবং শনিবার রাতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুর্বৃত্ত দল সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
×