ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন

প্রকাশিত: ১০:১৬, ৮ এপ্রিল ২০১৯

  সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। রবিবার দুপুর থেকে শতাধিক বিজিবি সদস্য মোতায়েন হয়। এ দ্বীপে আকস্মিক সশস্ত্র বিজিবি মোতায়েনের ঘটনাটি বিভিন্ন মহলের দৃষ্টি কেড়েছে। বিজিবির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সেন্ট মার্টিনের নিরাপত্তার জন্য বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ দ্বীপের নিরাপত্তার জন্য যত বিজিবি সদস্য দরকার তত বিজিবি সদস্য মোতায়েন থাকবে। অপরদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার পর পর দু’বার তাদের মানচিত্রে নিজেদের অংশ দাবি করার প্রেক্ষাপটে এই বাড়তি সতর্কতা। এর ফলে রবিবার দুপুর থেকে সেখানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোন হুমকি নেই বলে তিনি জানিয়েছেন। উল্লেখ করা যেতে পারে, এর আগে ১৯৯৭ সাল পর্যন্ত এ দ্বীপটিতে তৎকালীন বিডিআর (বাংলাদেশ রাইফেলস) মোতায়েন ছিল। বিজিবি সূত্রে রবিবার আরও জানানো হয়েছে, এ দ্বীপ থেকে বিভিন্ন সময় অবৈধ অনুপ্রবেশ ও বেআইনী কার্যকলাপের কারণে রোহিঙ্গা আটক হয়েছে কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও বিজিবির অভিযানে। এছাড়া এ দ্বীপে বিভিন্ন সময়ে ডাকাতির ঘটনাও ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টেকনাফ থানার একটি পুলিশ ফাঁড়িও রয়েছে দ্বীপটিতে। তবে সরকার এখন মনে করছে দ্বীপটির নিরাপত্তায় বিজিবি মোতায়েন প্রয়োজন। ফলশ্রুতিতে রবিবার থেকে বিজিবি মোতায়েনের ঘটনা ঘটেছে। এখানে আরও উল্লেখ করা যেতে পারে, প্রতিবেশী দেশ মিয়ানমার ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এই সেন্টমার্টিনকে নিজেদের অংশ বলে তাদের মানচিত্রে দেখিয়েছে। এ ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। মিয়ানমার সরকারের জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েব সাইটে সম্প্রতি তাদের দেশের যে মানচিত্র প্রকাশ করেছে তাতে সেন্টমার্টিনকে তাদের ভূখ-েরই অংশ বলে দেখানো হয়েছে। গত ৬ অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের তৎকালীন রাষ্ট্রদূতকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এর প্রতিবাদ জানানো হলে মিয়ানমার তাদের মানচিত্রে এর পরিবর্তন আনে। এদিকে টেকনাফ ২নং বিজিবি অধিকায়ন সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রবিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপে বিজিবির মহড়া চলছে। এ দ্বীপে বিওপি (বর্ডার আউট পোস্ট) প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত মহড়া চলবে। টহল থাকবে জোরদার। বিজিবি সূত্রে আরও জানানো হয়েছে, ১৯৯৭ সালের আগ পর্যন্ত এ দ্বীপে তৎকালীন বিডিআর ছিল। পরবর্তীতে এ সংস্থার কার্যক্রম এ দ্বীপে বন্ধ হয়। কোস্টগার্ড সদস্যরা সেন্টমার্টিন ও সন্নিহিত সীমানা পাহারায় নিয়োজিত রয়েছে। কিন্তু এখন থেকে সেখানে একটি বিওপি ক্যাম্প স্থাপনের কাজ চলবে। এছাড়া চলবে নিয়মিত মহড়া। অপরদিকে, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান জানিয়েছেন, দেশের সীমান্ত রক্ষার জন্য কোস্টগার্ডের পাশাপাশি বিজিবিও মোতায়েন থাকবে। তিনি জানিয়েছেন, সেন্টমার্টিনে বিওপি স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন বাকি রয়েছে আনুষ্ঠানিকতা।
×