ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চুড়িহাট্টায় আগুন

প্রাণ হারানো ঢাবি ছাত্রের পরিবারকে ৯ লাখ টাকা অনুদান

প্রকাশিত: ১০:১৬, ৮ এপ্রিল ২০১৯

  প্রাণ হারানো ঢাবি ছাত্রের পরিবারকে  ৯ লাখ টাকা  অনুদান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারানো ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী কাউসার আহমেদের পরিবারকে ৯ লাখ টাকা অনুদান দিয়েছে ঢাবি শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনে কাউসারের স্ত্রী নুসরাত জাহান মুক্তার কাছে নগদ এক লাখ টাকা ও আট লাখ টাকার এফডিআর হস্তান্তর করা হয়। টাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী। এছাড়া কাউসারের বাবা খলিলুর রহমান ও দুই জমজ সন্তান মেহেজাবিন সারাহ ও জামিল আহমেদ সাফি উপস্থিত ছিলেন। গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুন লাগে। এতে মোট ৭১ জন প্রাণ হারান। এর মধ্যে ঢাবি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী কাউসার আহমেদও ছিলেন। পড়ালেখার পাশাপাশি ওষুধের দোকান পরিচালনার মাধ্যমে স্ত্রী-সন্তানের ব্যয়ভার বহন করতেন। কাউসারের মৃত্যুর সংবাদ শুনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তার পরিবারের জন্য অনুদান সংগ্রহ করা শুরু করে। বিভিন্ন দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভাগ ও গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে তহবিল সংগ্রহ করে। এভাবে প্রায় আট লাখ টাকা সংগ্রহ করে শিক্ষার্থীরা। কাউসার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী হওয়ায় বিভাগ এক লাখ টাকা অনুদান দেয়। সব মিলিয়ে নয় লাখ টাকা কাউসারের স্ত্রীর হাতে তুলে দেয়া হয়।
×