ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্যাসের দাম না বাড়াতে নাগরিক সমাজের আহ্বান

প্রকাশিত: ০৯:৩০, ৭ এপ্রিল ২০১৯

 গ্যাসের দাম না বাড়াতে  নাগরিক সমাজের  আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ গ্যাসের মূল্যবৃদ্ধি না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন, জ্বালানি সেক্টরে লাগামহীন দুর্নীতির ফলেই সরকার গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা চালাচ্ছে। গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য ‘গণশুনানি’ নামক নাটকের মঞ্চায়ন কোন পক্ষই ভালভাবে দেখেনি। গণশুনানিতে অংশ নেয়া ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সবাই গ্যাসের মূল্য বৃদ্ধির অযৌক্তিকতার কথা বলেছেন। কিন্তু তারপরেও সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসে না। তাহলে এই গণশুনানির প্রয়োজন কেন এমন প্রশ্নও তুলেন অনেকে। শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পো পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে শিল্প কারখানা, পরিবহন শিল্পের খরচ বৃদ্ধি পাবে।
×