ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা কিংসের অর্থায়নে ফুটবলের নগরী শিল্ডকাপ

প্রকাশিত: ০৯:৫৭, ৬ এপ্রিল ২০১৯

 বসুন্ধরা কিংসের অর্থায়নে ফুটবলের নগরী শিল্ডকাপ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘প্রতিটি গ্রামে গ্রামীণ ফুটবল ফেডারেশন গড়ে উঠুক’ ... এই প্রত্যয় নিয়ে কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির উদ্যোগে জেলার ৯টি উপজেলার ২০ একাডেমিভিত্তিক ক্লাবকে নিয়ে আয়োজন করা হয়েছে ফুটবলের নগরী শিল্ডকাপ। বসুন্ধরা কিংসের সহায়তায় অনুর্ধ-১৮ বছর বয়সীদের নিয়ে এই প্রতিযোগিতা আগামী ১২ এপ্রিল জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জনকণ্ঠকে এসব তথ্য জানান কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক রায়হান কবির নোমি নোমান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে অংশগ্রহণ ফি’র পাশাপাশি খেলোয়াড়দের বিভিন্ন সামগ্রী, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা, সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কৃত করা হবে। টুর্নামেন্টটির স্পন্সর বসুন্ধরা কিংস, কো-স্পন্সর কুড়িগ্রাম উন্নয়ন সমিতি, মিডিয়া পার্টনার স্পোর্টস নিউজ বাংলাদেশ, ব্রডকাস্টিং পার্টনার মাই আইডিয়া ইট, ইভেন্ট পার্টনার এনএসএলআর ইভেন্ট ম্যানেজমেন্ট। এই শিল্ডকাপ দেশের মধ্যে জেলাভিত্তিক সবচেয়ে বড় হান্টিং ফুটবল হিসেবে সাড়া ফেলবে বলে আশা করছেন আয়োজকরা।
×